News update
  • Retaliatory spiral in Middle East must end, says UN chief      |     
  • Rakhine State once again becomes a battleground: UN HR Chief      |     
  • No political case filed against BNP men: PM Hasina     |     
  • Iran fires at attack drones near Isfahan air base, nuke site     |     
  • Chuadanga logs season’s highest temp in BD for 4th day     |     

'মাস্টার প্লান চূড়ান্ত হলে কুয়াকাটার উন্নয়নে পুরোদমে কাজ শুরু হবে'

পর্যটন 2023-03-15, 7:33pm

civil-aviation-minister-md-f2ff62f58d54a632d5317defb2cbf1261678887191.jpg

Civil Aviation Minister Md. Mahbul Ali talking of journalists in Kuakata on Wednesday.



পটুয়াখালী: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, 'কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দ্রুত সময়ের মধ্যে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তা সহ সকলকে নিয়ে মাষ্টার প্লান তৈরী করা হবে। মাষ্টার প্লান চুড়ান্ত হয়ে গেলে কুয়াকাটার উন্নয়নে পুরোদোমে কাজ শুরু হবে। আজও কুয়াকাটায় এ বিষয়ে সকলের মতামত নেয়া হয়েছে।'

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলি আজ বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশনায় পর্যটন খাত থেকে বিশ্ব অর্থনীতির জিডিপির দশ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে আমরা কাজ করে যাচ্ছি'

এর আগে তিনি 'মুজিব'স বাংলাদেশ: উপকূলীয় ও সমুদ্র পর্যটন সম্ভাবনা' শীর্ষক কর্মশালায় যোগদান করেন। বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন। এসময় পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল হক ও জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী  আলমগীর, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আখতার রেখা সহ স্হানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের  উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ