News update
  • Births, marriages hit lowest level since 2013 in Germany     |     
  • Kenya floods death toll rises to 188 as heavy rains persist      |     
  • No alternative to press freedom to ensure democracy: Speakers     |     
  • Lightning strikes kill 5 in Rangamati, Cox’s Bazar     |     
  • China highway collapse: Death toll rises to over 40     |     

র‌্যাবের নবনিযুক্ত ডিজি এম খুরশীদ হোসেন

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2022-09-22, 10:14pm

resize-350x230x0x0-image-192183-1663848473-c596d5392307ed54f3b1c4cf1f4b43c81663863257.jpg




র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে।

এম খুরশীদ হোসেন বর্তমানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্মগ্রহণ করেন।

এদিকে, একই দিনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব দেওয়া হয়েছে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। তিনি এতদিন র‌্যাবপ্রধানের দায়িত্ব পালন করছিলেন।

আল মামুনের জন্ম ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শ্রীহেলা গ্রামে। তিনি ১৯৮২ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।