News update
  • BD, Gambia hope resolution to genocide case filed against Myanmar     |     
  • Rally held at DU against Israeli Zionism     |     
  • 30 injured, bogies derailed as two trains collide in Gazipur     |     
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     

নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ নতুন অভিবাসীদের স্থান দিতে বড় তাঁবুর পরিকল্পনা করছে

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2022-09-26, 8:25am

0c520000-0aff-0242-5424-08da9db9e6a9_w408_r1_s-1-47eb86b7f8c98b98f224299076b44baa1664159147.jpg




নিউইয়র্ক সিটির মেয়র বলেছেন, তিনি হাজার হাজার অভিবাসীর জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসাবে হ্যাঙ্গার আকারের তাঁবু তৈরি করার পরিকল্পনা করছেন। বিশেষত, ফেডারেল সীমান্ত নীতির আওতায় রিপাবলিকান গভর্নররা যাদেরকে বাসে করে নিউইয়র্কে পাঠিয়ে দিয়েছেন, তাদের ওইসব তাঁবুতে আপাতত আশ্রয় দেয়া হবে।

শহরটি তাঁবু তৈরি করার কথা বিবেচনা করছে, কারণ আনুমানিক ১৩,০০০ নতুন অভিবাসীর জন্য নিউইয়র্কে বাসস্থান খুঁজে পেতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। সম্প্রতি ওইসব অভিবাসীদের টেক্সাস এবং অ্যারিজোনার সীমান্ত শহরগুলি থেকে বাসে করে নিউইয়র্কে পাঠিয়ে দেয়া হয়েছে।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, "এটি প্রতিদিনের গৃহহীনতার সংকট নয়, একটি মানবিক সংকট যার জন্য একটি ভিন্ন ব্যবস্থা প্রয়োজন।"

নিউ ইয়র্ক সিটিতে গৃহহীনদের আশ্রয় দেবার বিশাল ব্যবস্থা অভিবাসীদের অপ্রত্যাশিত নতুন প্রবাহ মোকাবেলায় চাপের মুখে পড়েছে।

অ্যাডামস বলেন, গত মে মাস থেকে শহরে বাস করা লোকদের থাকার জন্য শহরে ২৩টি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে - এবং আরও ৩৮টি খোলার কথা বিবেচনা করা হচ্ছে। এছাড়া, নতুনদের দ্রুত থিতু হতে সাহায্য করার জন্য শহরটি সম্প্রতি, অনেক অর্থ ব্যয় করে একটি নতুন ইনটেক সেন্টারও খুলেছে।

শহরের কর্মকর্তারা বলেন, "মানবিক জরুরি প্রতিক্রিয়া এবং ত্রাণ কেন্দ্র" বলে অভিহিত এই আশ্রয়কেন্দ্র গুলিতে অভিবাসীরা মাত্র চার দিন পর্যন্ত বাস করবে, এরপর তাদের শহরের অন্যত্র সরিয়ে নেয়া হবে, যেখানে শহরটি তাদের জন্য ভিন্ন ধরণের আশ্রয়ের ব্যবস্থা করেছে।

গৃহহীনদের পক্ষে আইনজীবীরা ঠিক কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা জানা যায়নি।

সামগ্রিকভাবে, কোভিড মহামারীর কারণে, নিউ ইয়র্ক সিটির গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্রগুলোতে রাত্রিযাপনকারী লোকের সংখ্যা সাম্প্রতিক বছরগুলিতে কিছুটা কমেছে। এই অবস্থা শহরের কর্মকর্তাদের আশ্রয় কেন্দ্রের ধারণ ক্ষমতা হ্রাস করতে সাহায্য করেছিল। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।