News update
  • Decision to increase age limit for govt jobs up to PM : Minister     |     
  • BNP urges voters to boycott upazila polls     |     
  • Kenya floods death toll at 228 as crisis persists     |     
  • Floods in Brazil kill at least 57, force 70,000 from homes     |     
  • Sundarbans fire: Low tide delaying dousing operation     |     

জাতিসংঘ শ্রম সংস্থা বিশ্বকাপে শ্রম অধিকার নিশ্চিৎ করতে ফিফার প্রতিশ্রুতি চায়

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2022-12-06, 9:28am

09410000-0a00-0242-3844-08dad666b1fd_w408_r1_s-f814e9aa2363e7062b05f0b1a9483b1a1670297298.jpg




কাতার বিশ্বকাপের তীব্র সমালোচনা হবার পর রবিবার জাতিসংঘ শ্রম সংস্থার প্রধান ভবিষ্যতের বিশ্বকাপ আয়োজকদেরকে আরও ভালোভাবে যাচাই করার জন্য ফিফার প্রেসিডেন্টকে চাপ দিয়েছেন।

জিয়ান্নি ইনফ্যান্টিনোর সাথে সাক্ষাতের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হাউংবো এএফপিকে বলেছিলেন, কাতার “ডাবল স্ট্যান্ডার্ড” এর শিকার এবং তারা উল্লেখযোগ্য অগ্রগতি করেছে তবে অভিবাসী শ্রমিকদের জন্য তাদের আরও কিছু করা প্রয়োজন।

একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আইএলও চাইছে, ভবিষ্যতের প্রার্থী দেশগুলো যেন “যথাযথ প্রচেষ্টা” চালায় সে ব্যাপারে ফিফা যেন ভূমিকা রাখে।

মেগা নির্মাণ প্রকল্পে মৃত্যুর বিতর্ক থেকে শুরু করে অপরিশোধিত বেতন এবং পারস্যের উপসাগরীয় রাজ্যে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে কাজ করানোর কারণে বহু বছর ধরে কাতারে শ্রম অধিকারের সমালোচনার পর ফিফা ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হয়েছে।

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। হাউংবো বলেছেন, “তাত্ত্বিকভাবে আমাদের কোন সমস্যা নেই। তবে সতর্ক হতে আমাদের কোনো বাঁধা নেই।”

কাতার সরকার তাদেরকে “বর্ণবাদী” আক্রমণ করায় হতাশা প্রকাশ করেছে। তারা বলছে, তারা ২০১৮ সাল থেকে চুরি এবং অপরিশোধিত মজুরির জন্য ক্ষতিপূরণ হিসেবে ৩৫ কোটি ডলারের বেশ ব্যয় করেছে।

কাজ করার সময় হওয়া দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে তিক্ত বিতর্কের অবসান ঘটাতে আইএলও কাতারকে তাদের তথ্য সংগ্রহের ক্ষেত্রটিতে উন্নতির জন্য চাপ দিচ্ছে।

সরকার বলেছে, ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দুর্ঘটনায় ৪১৪ জন মারা গেছে। অধিকার গোষ্ঠীগুলো বলছে “কয়েক হাজার” মানুষ মারা গেছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।