News update
  • Tarique’s Flight Lands in Sylhet; Crowds Build at 300 Feet     |     
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     

ইতালিতে অ্যাসাইলাম আবেদনে গুনতে হবে ৫ হাজার ইউরো

গ্রীণওয়াচ ডেক্স প্রবাস 2023-10-20, 7:57pm

image-244510-1697806018-4364526a2d53faae187a8de554a3f0941697810244.jpg




ইতালিতে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের বসবাসের আবেদন বা অ্যাসাইলামের বিষয়ে একটি নতুন আইন করেছে দেশটির সরকার।

সম্প্রতি আইনটির গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, অভিবাসীরা যদি ইতালিতে এসে আশ্রয় (অ্যাসাইলাম) আবেদন করে তাকে ৪ হাজার ৯৩৮ ইউরো গুনতে হবে। এই টাকার মাধ্যম হতে পারে কোনো ইনস্যুরেন্স বা ব্যাংক। এই টাকার গ্যারান্টি নিজের নামেই থাকতে হবে। কোনো তৃতীয় ব্যক্তির নাম অগ্রহণযোগ্য।

এ ছাড়া কোনো অভিবাসী যদি অ্যাসাইলামের আবেদন করে নাকচ হন তবে পুনরায় আপিলের ক্ষেত্রে উল্লেখিত অর্থের নিশ্চয়তা দিয়ে পরবর্তী শুনানি পর্যন্ত থাকতে পারবেন। তাকে নয়তো নিজ দেশে ফেরত পাঠানো হবে।

নতুন আইনের ফলে যদি কেউ ইতালিতে আশ্রয় পেতে চায় তবে অবশ্যই তার কাছে বিভিন্ন ব্যয়ভার বহন করার মতো ক্ষমতা থাকতে হবে। এর মধ্যে যানবাহন থেকে শুরু করে বিমানভাড়া আবেদনকারীর কাছে থাকতে হবে।

এ বিষয়ে আইনি পরামর্শক রনি হোসাইন বলেন, বিষয়টি আমি খারাপ দৃষ্টিতে দেখছি না। কারণ, ইতালির সরকার ইতোমধ্যে বৈধভাবে শ্রমিক আসার সুযোগ করে দিয়েছেন। তারপরও অবৈধ পথে আসার কী দরকার।

উল্লেখ্য, চলতি বছরে সাগরপথে জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে প্রায় ১৪ হাজার অভিবাসী প্রবেশ করেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।