News update
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     
  • Banks in Bangladesh slash CSR; spending hits 10-year low     |     

বিনা খরচে শ্রমিক নিচ্ছে জার্মানি, আবেদন যেভাবে

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-01-22, 10:27am

ldkfksfio-1672805c34d7e6d735d4f1b1844620fb1705897629.jpg




স্বাস্থ্যসেবা, শিক্ষকতা, নির্মাণ, কৃষি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনা খরচে ২৬ হাজারের বেশি দক্ষ শ্রমিক নেবে ইউরোপের দেশ জার্মানি। আইইএলটিএস ছাড়াই আবেদন করার সুযোগ পাবেন আগ্রহীরা।

সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছে জার্মানির সরকার। পরে দেশটির সরকারি ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের জার্মানি সরকারের ওয়েবসাইটে প্রবেশ করে ‘ওয়ার্কিং ইন জার্মানি’ অপশনে ক্লিকের পর ‘প্রোফেশনস ইন ডিমান্ড, জব লিস্টিং’ ক্যাটাগরিতে পছন্দ মতো চাকরি খুঁজে নিতে হবে। এরপর কোনো ফি ছাড়াই আবেদন করা যাবে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিভিন্ন খাতে একাধিক পদে ২৬ হাজার ২১১ জন কর্মী নেবে জার্মানির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে সামাজিক খাত, স্বাস্থ্যসেবা ও শিক্ষকতা খাতে ৬ হাজার ৯ জন, নির্মাণ খাতে ২ হাজার ৪৯৯ জন, ট্রাফিক লজিস্টিকস, সেফটি অ্যান্ড সিকিউরিটি খাতে ১ হাজার ৫১৪ জন, ব্যবসা প্রতিষ্ঠান, আইন ও প্রশাসন খাতে ২ হাজার ৩৯১ জন নিয়োগ দেওয়া হবে।

এদিকে জার্মানিতে এখন থেকে আর ৮ বছর নয়, মাত্র ৫ বছর বসবাস করলেই দেওয়া হবে নাগরিকত্ব। সম্প্রতি এই নতুন আইন পাস হয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে তিন বছর বসবাস করলেই নাগরিত্ব দেওয়া হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।