News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-08-15, 8:58pm

9b021ee29d338178588ede267657f87d8a00c0551b7ac5fd-06b92ce630c3aeb599caec82138f49ca1723733881.jpg




চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাত রাষ্ট্রদূত/হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাহ উদ্দিন মাহমুদের সই করা আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে ওয়াশিংটনের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দফতর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আপনাকে সদর দফতর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় বদলি করা হয়েছে। অতএব আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দফতর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো। সময় সংবাদ।