News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

বিদেশি কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করছে মালয়েশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-10-20, 8:37am

a764dc3d67fa7ca6f0f14e79ccf14e6298c155e8836c34cb-9fef8e64832e5dbb51bab354ac9a297c1729391874.jpg




বিদেশি কর্মীদের জন্য ‘এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড’ (ইপিএফ) বাধ্যতামূলক করার পরিকল্পনা হাতে নিয়েছে মালয়েশিয়ার সরকার। পর্যায়ক্রমে এটি বাস্তবায়িত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (১৮ অক্টোবর) মালয়েশিয়ার সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় এই প্রস্তাব ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দেন তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে জাতীয়তার ভিত্তিতে বৈষম্য ছাড়াই সকল কর্মীকে ন্যায্য অধিকার প্রদানের জন্য মালয়েশিয়া সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী আরও বলেন, সামাজিক সুরক্ষা এজেন্ডা আরও জোরদার করা হবে যাতে বেশি সংখ্যক মানুষের অবসরকালীন সঞ্চয় এবং দুর্যোগের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করা যায়। আত্ম-কর্মসংস্থান সামাজিক সুরক্ষা স্কিমটি কর্মচারীদের অবদানের ৭০ শতাংশ পর্যন্ত কভার করবে, যার জন্য ১০০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ রাখা হয়েছে।

এদিকে, দেশটির বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. বরজোয়াই বারদাই ২০২৫ সালের বাজেটে বর্ণিত ‘কর্মচারী প্রভিডেন্ট ফান্ড’ (ইপিএফ) ব্যবস্থায় বিদেশি কর্মীদের অন্তর্ভুক্তির প্রশংসা করে উল্লেখ করে বলেন, এই উদ্যোগটি ইপিএফের মূলধন ভিত্তি সম্প্রসারণ এবং বিনিয়োগ কার্যক্রম বাড়িয়ে মালয়েশিয়াকে অর্থনৈতিকভাবে উপকৃত করবে।

এছাড়া বিদেশি কর্মীদের ইপিএফে অবদান রাখার অনুমতি দেয়ার মাধ্যমে সরকার তাদের বেতন এবং সুবিধার উপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখবে, যা তহবিল ব্যবস্থাপনাকে উন্নত করবে। ইপিএফ ইতিমধ্যেই একটি সুপরিচিত তহবিল ব্যবস্থাপক, যা দেশি-বিদেশি শ্রমিকদের জন্য আরও ভালো সুরক্ষা নিশ্চিত করে।

প্রসঙ্গত, আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ৪৭ হাজার ২০৬ টাকা) করা হবে এবং পাঁচজনের কম শ্রমিকের নিয়োগকর্তাদের ১ আগস্ট ২০২৫ পর্যন্ত ছয় মাসের জন্য বিলম্বিত করা হবে। শুত্রুবার সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় এই ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সময় সংবাদ।