News update
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     
  • Late-night deal ends standoff: BPL resumes Friday     |     
  • Global Marine Protection Treaty Enters into Force     |     
  • US Immigrant Visa Suspension Triggers Concern for Bangladesh     |     

প্রবাসীদের এমআরপি পাসপোর্ট সম্পর্কিত যে তথ্য দিল বাংলাদেশ দূতাবাস

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-12-11, 7:51am

77a3e6ccf6508a3ce73d39b35da6514ff70fa291a3da70d4-a36c576e96c8a31ec18915dd59b4f13e1733881888.jpg




মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রায় ২৮ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন প্রক্রিয়াকরণ শেষে অনুমোদনসহ পাসপোর্ট অধিদফতরে প্রেরণ করে। এসব আবেদন পাসপোর্ট অধিদফতরে প্রিন্টের জন্য প্রক্রিয়াধীন ছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রেক্ষিতে দূতাবাস আশা প্রকাশ করেছে, চলতি মাসের ২য় সপ্তাহে উল্লিখিত পাসপোর্ট প্রিন্টের কাজ ঢাকাস্থ পাসপোর্ট অধিদফতরে শুরু হবে।

হাইকমিশন আশা করছে, সবকিছু ঠিক থাকলে উপরিল্লিখিত পাসপোর্ট ২০২৫ সালের জানুয়ারি মাসের ২য় অথবা ৩য় সপ্তাহ থেকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন বিতরণ কাজ শুরু করতে সক্ষম হবে।

এছাড়া যেসব এমআরপি আবেদন হাইকমিশনে পেন্ডিং রয়েছে সেগুলো হাইকমিশন থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ২৯ অক্টোবর হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এমআরপি পাসপোর্ট পেতে বিলম্ব হওয়ার কারণ জানানো হয়। 

তাতে বলা হয়, মালয়েশিয়ায় বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্টের বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও মেশিন রিডেবল পাসপোর্টের প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হচ্ছে। সে কারণেই এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে। সময়।