News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

২৯, ৩০, ৩১ আগষ্ট ৩৯তম ফোবানা সম্মেলন ২০২৫

প্রবাস 2025-01-26, 11:48pm

foba-leaders-addressing-a-news-confer4ence-at-the-national-press-club-zahur-hossain-chowdhury-hall-on-sunday-26-jan-2025-679be95ec79858f4d1fa2347735b08fd1737913683.jpeg

Fobana leaders addressing a news conference at the National Press Club Zahur Hossain Chowdhury Hall on Sunday 26 Jan 2025.



৩৯তম ফোবানা সম্মেলন নায়াগ্রা জল্প্রপাতের হোটেল শেরাটনে ২৯, ৩০, ৩১ আগষ্ট অনুষ্ঠিত হবে।

এই সম্মেলনকে সাফল্য মন্ডিত করার জন্য বাংলাদেশ থেকে অতিথি ও শিল্পিদের অংশগ্রহণ নিশ্চিত করতে ফোবানার ছয় জন নেতা এখন ঢাকায়। তারা হচ্ছেন ফোবানার তিন সাবেক চেয়ারম্যান এজাজ আখতার তৈফিক, আলী ইমাম শিকদার ও ডঃ আবু দারা জোবায়ের; বর্তমান কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সম্মানিত সদস্য জিল্লুর রহমান জিল্লু, এবং কার্যকরী সাধারণ সম্পাদক ও ৩৯তম ফোবানা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী সাখাওয়াত হোসেন আজম।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ৩৯তম ফোবানা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী সাখাওয়াত হোসেন আজম। একথা জানান।

প্রতিবছর উত্তর আমেরিকায় আমরা প্রবাসি বাংলাদেশিরা ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশ এসোসিয়েশনস অব নর্থ আমেরিকা) সম্মেলনের আয়োজন করি। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৈহার্দ বাড়িয়ে তোলা, নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন, শিল্প-সংস্কৃতি; ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি উত্তর আমেরিকায় বসবাসকারিদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে ফোবানা সম্মেলনে সেমিনার, আলোচনা সভা আয়োজিত হয়।

ফোবানা সম্মেলন মূলত  একটা মিলন মেলা।  বরাবরের মত এবারের সম্মেলনে প্রবাস ও দেশীয় রাজনীতি, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প-এর নতুন প্রশাসন এবং বাংলাদেশে অন্তর্বর্তি সরকার শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। একই সাথে পরিবেশ, বৈশ্বিক অর্থনীতি, বাংলাদেশের নদী-পানি সমস্যা এবং যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন বিষয়ে আয়োজিত হবে সেমিনার।

ফোবানা সম্মেলন দেশে উৎপাদিত পন্য, প্রকাশিত নতুন বই প্রবাসীদের কাছে তুলে ধরারও একটা সূবর্ণ সুযোগ। সম্মেলনের অন্যতম আকর্ষন হচ্ছে মেলা। বাংলাদেশের শিল্পপতি-ব্যবসায়ীরা সেখানে ষ্টল ভাড়া নিতে পারেন। ব্যবসায় বা পন্যের প্রসারের জন্য তারা সম্মেলন বা সম্মেলনের বিভিন্ন প্রোগ্রাম স্পনসর করতে পারেন। আগ্রহী শিল্পপতি ও ব্যবসায়ীদের ৩৯ ফোবানা সম্মেলনে তিনি আমন্ত্রণ জানান।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন এজাজ আখতার তৈফিক, আলী ইমাম শিকদার ও ডঃ আবু দারা জোবায়ের; বর্তমান কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সদস্য জিল্লুর রহমান জিল্লু, ভাসানী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাব্লু ও গ্রীনওয়াচ ঢাকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ফুটবলার কায়সার হামিদ ও ফুটবলার এমিলি।