News update
  • Fourth Palestinian baby freezes to death in Gaza amid winter crisis     |     
  • Prof Yunus to focus on digital health, youths, ‘Three Zeros’     |     
  • Who’re back in the race? EC clears 58 candidates for Feb polls     |     
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     

স্পন্সর ভিসায় বড় সুখবর, ২ লাখ শ্রমিক নেবে ইতালি

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-02-06, 6:27am

7977f8f7fac2b67f4c9b924cd8675bf2da9454beff2f003a-e0c5033f9b64edc2acdc4f0c2b61e0331738801662.jpg




চলতি বছর স্পন্সর ভিসায় প্রায় দুই লাখ শ্রমিক নেবে ইতালি সরকার। এ উপলক্ষ্যে বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ২০২৫ সালের ‘ক্লিক ডে’। তবে বাংলাদেশিদের ভিসার অনুমতিপত্র দেয়া বন্ধ থাকায় হাজারো অভিবাসনপ্রত্যাশী বেছে নিচ্ছেন অবৈধ পথ। ভিসা প্রদানের বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা।

স্পন্সর ভিসায় বাংলাদেশিদের ইতালি প্রবেশে আনুষ্ঠানিক কোনো বাধা নেই। তবে অনুপ্রবেশের ঘটনার জেরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা যেমন ভিসার অনুমতিপত্র পাচ্ছেন না, তেমনি দিনের পর দিন অপেক্ষা করে ঢাকাতেও মিলছে না ভিসা। 

এ অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকার এবং রোম দূতাবাসের হস্তক্ষেপ কামনা করছেন। তারা বলছেন, ভিসা না পাওয়াতেই অবৈধ পথে ইতালি প্রবেশ করছেন হাজার হাজার বাংলাদেশি। 

চলতি বছর ইতালিতে মোট ১ লাখ ৯১ হাজার ৪৫০ জন শ্রমিক আসার সুযোগ পাবেন। এর মধ্যে ১ লাখ ১০ হাজার মৌসুমী ভিসায়, ৭০ হাজার ৭২০ জন সাধারণ ভিসায়, ব্যক্তিগত কাজের ভিসায় ৭৩০জন এবং স্বাস্থ্য সেবা খাতে অতিরিক্ত ১০ হাজার শ্রমিক আসার সুযোগ পাবেন। 

যারা এরইমধ্যে আগাম ফরম পূরণ করেছেন তারা ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি বিভিন্ন ক্যাটাগরিতে ক্লিক ডে-তে অংশ নিতে পারবেন।

২০২৩ সালে ইতালি সরকার নন ইউরোপিয়ান দেশগুলো থেকে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক আনতে তিন বছর মেয়াদী একটি আইন অনুমোদন করে। মূলত অবৈধ অভিবাসীর ঢল ঠেকাতে সরকার এমন সিদ্ধান্ত নিলেও, অবৈধ অভিবাসন প্রত্যাশীদের আগমন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

এদিকে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশকারীদের সংখ্যা বিবেচনায় এখনো প্রথম স্থানে আছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বর্তমানে দেশটিতে লক্ষাধিক বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন। সময়