News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

শক্তিশালী পাসপোর্টের তালিকায় সিঙ্গাপুর শীর্ষে, বাংলাদেশের অবস্থান কত?

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-07-23, 12:55pm

c9486a504bcfd1b9b61bead7bd1eb004e06725cc5617840f-4c0f3a8c2550e769b2f789886e53e2a11753253753.jpg




বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করেছে লন্ডন-ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম, আগের সূচকে যা ছিল ৯৭তম। সূচকে উন্নতি হলেও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বর্তমানে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন।

সম্প্রতি লন্ডন-ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য উঠে আসে। 

গত ২০ বছরের নথির ভিত্তিতে প্রতি বছর ‘হেনলি পাসপোর্ট সূচক’ প্রকাশিত হয়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠনের (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) নথির ভিত্তিতে ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে এ সূচক প্রকাশ করা হয়। পৃথিবীর ২২৭টি গন্তব্যে যেতে পারার বিষয়টি খতিয়ে দেখা হয়। যেই দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সব থেকে বেশি দেশে যাতায়াত করতে পারে, সেই দেশের পাসপোর্ট তত শক্তিশালী।

নতুন সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হলো সিঙ্গাপুরের। দেশটির পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এর পরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এর পরে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এ দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

এদিকে, কিছুটা শক্তিশালী হয়েছে ভারতীয় পাসপোর্ট। আগে ৮০তম থাকলেও ভারত সরকারের দেয়া পাসপোর্টের অবস্থান এখন ৭৭তম। এ পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৫৯টি দেশ ভ্রমণ করতে পারেন। অন্যদিকে, পাকিস্তানেরও কিছুটা উন্নতি হয়েছে। এবার ৯৬তম স্থানে রয়েছে দেশটি, আগে ছিল ১০১তম। তালিকার তলানিতে রয়েছে আফগানিস্তানের পাসপোর্ট। ৯৯তম স্থানে রয়েছে দেশটির পাসপোর্ট।