মালয়েশিয়ার উত্তর-পূর্ব উপদ্বীপ কেলান্তান রাজ্যজুড়ে অভিযানে আটক ২৫ বাংলাদেশিসহ মোট ৪২ জন অবৈধ অভিবাসীকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
রোববার (২১ সেপ্টেম্বর) কেলান্তানের তানাহ মেরাহ বিশেষ সেশন কোর্টের বিচারক নিক হাবরি মুহাম্মদের আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৫ জন বাংলাদেশি, ১৪ জন মিয়ানমারি, ২ জন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন।
অভিবাসীদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ধারা ১৫(১) ও ধারা ৬(৩) লঙ্ঘনের অভিযোগ আনা হয়। অভিযোগ পাঠ করার পর সবাই সম্মতিসূচক মাথা নাড়েন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর সিটি খাইদিজাহ খাইরুদ্দিন। তবে আসামিদের পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
আদালত প্রত্যেককে পাঁচ মাসের কারাদণ্ড দেন। এর মধ্যে ৪১ জনকে পাসির মাস জেলার একটি কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। আর মাত্র ১৮ বছর বয়সি এক অভিযুক্তকে রাখা হয়েছে মাচং কারাগারে।
আদালতের বাইরে রায়ের অপেক্ষায় ভিড় জমিয়েছিলেন আটকদের আত্মীয়স্বজন। এ সময় অনেকে তাদের জন্য খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বহন করতে দেখা যায়।