News update
  • Lab Tests Find 67% Adulteration in Branded Milk Powder     |     
  • DNCC Sets New House Rent Rules, Eases Burden for Tenants     |     
  • RAB Officer Killed, Three Injured in Sitakunda Attack     |     
  • Bangladesh Plans Padma Barrage, First Phase at Tk34,608cr     |     
  • US Expands Trump’s Gaza Peace Board, Invites More States     |     

উপ-সহকারী প্রকৌশলীকে ঘুষি মেরে আহত করলেন র্নিবাহী প্রকৌশলী

প্রশাসন 2022-11-06, 7:13pm

Patuakhali injured sub-assistant engineer in hospital



পটুয়াখালী: পটুয়াখালীতে তুচ্ছ ঘটনায় ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড(ওজোপাডিকো'র) এর উপ-সহকারী প্রকৌশলী এসএম আব্দুল করিম মারধোরের শিকার হয়েছেন। রবিবার দুপুরে নিজ কার্যালয়ের ভারপ্রাপ্ত র্নিবাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন তাকে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। হামলার শিকার হয়ে আব্দুল করিম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এঘটনায় ওজোপাডিকো'র কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আহত ওজোপাডিকো'র উপ-সহকারী প্রকৌশলী এসএম আব্দুল করিম বলেন, তুচ্ছ ঘটনায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভারপ্রাপ্ত র্নিবাহী প্রকৌশলী আমাকে দু'দফা নোটিশ করেন। এতে আজ আমি তার কক্ষে উপস্থিত হয়ে অহেতুক নোটিশের কারন চেয়ে ওজর-আপত্তি জানাই। এসময় তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে অনেক গালমন্দ করেন।

একপর্যায় মাঈন উদ্দিন আমার চোখের নিচাংশে ঘুষি মেরে  রক্তাক্ত করেন। তিনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাকে হেনস্তা করছেন বলে দাবি করেন আহত আব্দুল করিম।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত র্নিবাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল করিম নতুন মিটার সংযোগ দেয়াসহ অনিয়ম-দুর্নীতি করে আসছেন। প্রথমে তাকে মৌখিকভাবে সর্তক করেছি। কিন্তু তিনি স্থানীয় প্রভাব দেখিয়ে অফিসিয়াল নিয়মকে উপেক্ষা করছেন। তাই তাকে নোটিশ করেছি।

কিন্তু তাতে তিনি ক্ষিপ্ত হয়ে আজ আমার কক্ষে উপস্থিত হয়ে তর্কে জড়িয়ে পরেন। এসময় তার রূঢ় আচরন আমি আমার ব্যবহৃত মোবাইলে ধারন করতে গেলে তিনি বাঁধা দিয়ে ধস্তাধস্তিতে লিপ্ত হন। এসময় আমি পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। - গোফরান পলাশ