News update
  • Report sensitive events responsibly: Police HQ urges media     |     
  • UN chief Guterres arriving Thursday with packed schedule     |     
  • Nylon net-fence along Sundarbans to stop man-tiger conflicts     |     
  • Action urgently needed to stop rise in child trafficking - UN report     |     
  • On Women’s Day, Palestinian Women Fight for Survival      |     

কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদারকে অপসারন

প্রশাসন 2024-08-19, 11:36pm

upazila-chairman-pic-1-0adfd6f61d6519367d62f277af4326ca1724089015.jpg

Kalapara Upaziola chairman Motaleb Talukder.



পটুয়াখালী: অবশেষে অপসারন করা হলো কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদারকে। ১৮ আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা- শাখার উপ-সচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, এতদ্বারা স্থানীয় সরকার (উপজেলা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যান গনকে স্ব স্ব পদ হতে অপসারন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা- শাখার উপ-সচিব মো. আকবর হোসেন আদেশ জারি করেন। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। - গোফরান পলাশ