News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

জার্মানীর সামনে শেষ সুযোগ, কোস্টা রিকাও অপেক্ষায়

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-11-30, 10:16am




গ্রুপ-ই’র তলানির দুই দল কোস্টা রিকা ও জার্মানী কাল আল বায়াত স্টেডিয়ামে শেষ ম্যাচে এক অপরের মোকাবেলা করবে। 

হান্সি ফ্লিকের জার্মানী স্পেনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে কোনমতে টুর্নামেন্টে টিকে রয়েছে। এর আগে জাপানের কাছে প্রথম ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়ে নিশ্চিত তিন পয়েন্ট হারিয়েছিল লস টিকোসরা। 

অন্যদিকে স্পেনের কাছে সাত গোলে বিধ্বস্ত হবার মধ্য দিয়ে টউর্নামেন্ট শুর করা কোস্টা রিকা দ্বিতীয় ম্যাচে জাপানকে হারিয়ে টুর্নামেন্টে ফিরে এসেছে। ৮১ মিনিটে কেইশার ফুলারের গোলে এশিয়ান জায়ান্টদের বিরুদ্ধে কোস্টা রিকানদের জয় নিশ্চিত হয়। জাপানের গোলরক্ষক শুইচি হোন্ডা চেষ্টা করিয়েও তা আটকাতে পারেনি। এখন কোস্টা রিকার ভাগ্য কালকের ম্যাচের উপর নির্ভর করছে।

জাপানের সাথে সমান তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা কোস্টা রিকা শীর্ষে থাকা স্পেনের তুলনায় মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে। জার্মানীর বিপক্ষে জয়ী হলে ইতিহাসের তৃতীয় বারের মত নক আউট পর্ব নিশ্চিত করবে কনকাকাফ অঞ্চলের দেশটি। তবে স্পেন যদি জাপানকে হারাতে পারে তবে লুইস ফার্নান্দো সুয়ারেজের দলের ড্র করলেই চলবে। কিন্তু পরাজিত হলে ২০১৪ বিশ^কাপের কোয়ার্টার ফাইনাল খেলা  দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। ১৯৯০ সালে কোস্টা রিকা শেষ ১৬ থেকে বিদায় নিয়েছিল। 

আট বছর  আগে লস টিকোসরা ইতালিকে ১-০ গোলে হারিয়ে বিশ^কাপের ঐতিহাসিক জয় নিশ্চিত করেছিল। সেই দলটি এবার শেষ ম্যাচে আরো এক ফুটবল জায়ান্টেদের সামনে দাঁড়িয়ে, যাদের হারাতে পারলে আবারো নক আউট পর্বে যাওয়া নিশ্চিত হবে।

এদিকে প্রথম ম্যাচে এশিয়ান জায়ান্ট জাপানের কাছে বিস্ময়করভাবে হেরে গিয়ে দ্বিতীয় ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে স্পেনের মোকবেলা করেছে জার্মানী। ২০১৪ বিশ^কাপ জয়ীরা ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে কোনমতে নিজেদের স্বপ্ন টিকিয়ে রেখেছে। ৮৩ মিনিটে ওয়ার্ডার ব্রেমেনের তারকা নিকলাস ফুলক্রুগের গোলে জার্মানীর ড্র নিশ্চিত হয়। তার আগে এন্টোনিও রুডিগারের একটি গোল অফসাইডের কারনে বাতিল হয়ে গিয়েছিল। 

নক আউট পর্বে যেতে হলে কোস্টা রিকানদের বিরুদ্ধে জয় ভিন্ন অন্য কোন পথ খোলা নেই জার্মানির। ড্র করলেও এবারের আসর থেকে বিদায় নিতে হবে ফ্লিকের দলকে। অন্যদিকে স্পেন ও জাপান যদি ড্র করে তবে জার্মানীর অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে। আর হাজিমে মোরিইয়াসুর দল যদি লা রোজাদের সাথে জয়ী হয়ে আরেকটি অঘটনের জন্ম দেয়া তবে স্পেনকে বিদায় করতে হলে ফ্লিকের দলকে অন্তত পাঁচ গোলের ব্যবধানে কোস্টা রিকাকে হারাতে হবে। 

সব ধরনের টুর্নামেন্টে ১০ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে জার্মনীকে মোটেই আত্মবিশ্বাস যোগাচ্ছেনা। যেখানে ড্র কিংবা পরাজয়ে টানা দ্বিতীয়বারের মত গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে চার বারের চ্যাম্পিয়নরা। এটা তাদের ফুটবলের ইতিহাসে প্রথম। একইসাথে বিশ্ব কাপের প্রথম তিন ম্যাচে জয়বিহীন জার্মান ম্যানেজার হিসেবে ইতিহার রচনা করবেন ফ্লিক। এর আগে বিশ^কাপে একবারই কোস্টা রিকাকে মোকাবেলা করেছে জার্মানী। ২০০৬ সালের ম্যাচটিতে ৪-২ গোলে জয়ী হয়েছিল জার্মানরা। 

শেষ ম্যাচে কোস্টা রিকা বস সুয়ারেজ অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবেন। তবে সেন্টার-ব্যাক ফ্রান্সিকো কালভো দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় কাল খেলতে পারছেন না। ২১ বছর বয়সী ড্যানিয়েল চাকোন রক্ষনভাগে থাকবেন। সাথে অভিজ্ঞ হুয়ান পাবরো ভারগাস মূল একাদশে খেলবেন। সান্ডারল্যান্ডের টিনএজার জিউসন বেনেট আগের ম্যাচে বদলী বেঞ্চে ছিলেন। কিন্তু জারসন টোরেস অথবা এন্থনি কনট্রিরাসের কেউ যদি বাদ পড়েন তবে ১৮ বছর বয়সী ডিফেন্ডারের দলে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে। 

স্পেনের বিপক্ষে ম্যাচে লেরয় সানে ফেরায় ফ্লিক দু:শ্চিন্তা মুক্ত হয়েছিলেন। বদলী হিসেবে হাঁটুর ইনজুরি কাটিয়ে দ্বিতীয়ার্ধে সানে খেলতে নেমেছিলেন। দলে নতুন কোন ইনজুরি শঙ্কা নেই। সানে মূল দলে ফিরলে লিও গোরেতকা বদলী বেঞ্চে চলে যাবেন। তথ্য সূত্র বাসস।