News update
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     
  • Rohingya Crisis Poses Growing Regional Stability Threat: Touhid     |     
  • NCP Leader Hasnat Allegedly Attacked in Gazipur     |     
  • China Launches Medical Visa Fast-Track for Bangladeshis     |     

পোল্যান্ডকে দুই গোল দিয়ে নকআউটের পথে আর্জেন্টিনা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-12-01, 3:05am

resize-350x230x0x0-image-201297-1669840550-d4343413fad5e8ab5f7851b6b6e586511669842340.jpg




প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি মিসে হতাশায় পড়েছিল আর্জেন্টিনার সমর্থকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই আক্ষেপ কাটিয়ে দিয়েছিলেন ম্যাক অ্যালিস্টার।

যার সুবাদে এক গোলের লিড নিয়েছিল আর্জেন্টিনা। এরপর যেন আরও জ্বলে উঠতে শুরু করেছে আর্জেন্টিনার স্ট্রাইকাররা। হুলিয়ান আলভারেজের দুর্দান্ত এক গোলে ২-০তে এগিয়ে গেছে লে আলবিসেলেস্তেরা। যার সুবাদে চলতি কাতার বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতের পথে কোচ লিওলেন স্কালোনির আর্জেন্টিনা।

বুধবার (৩০ নভেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪'এ শুরু থেকেই পোল্যান্ডের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। তবে মেসি-ডি মারিয়াদের আটকে দিচ্ছিলেন পোল‌্যান্ডের ডিফেন্ডাররা। এদিকে ৩৮তম মিনিটে পেনাল্টি পেয়েও স্পট কিক থেকে গোল করতে পারেননি মেসি। তার ডান দিকে নেওয়া শট ঠেকিয়ে দেন পোল‌্যান্ডের গোলরক্ষক সেজেসনি। ফলে প্রথমার্ধের ৬৫ শতাংশ বল দখলে থেকেও গোলশূন্য বিরতিতে যায় দুই দল।

তবে বিরতি থেকে ফিরেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। গোটা স্টেডিয়ামে সমর্থকদের উল্লাসে মাতান মিডফিল্ডার এলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৪৭তম মিনিটে ডানপ্রান্ত থেকে মোলিনার ক্রস থেকে আলতো পা ছুঁয়ে লক্ষ‌্যভেদ করেন তিনি। যা দেশের জার্সিতেও তার প্রথম গোল।

এরপর ম‌্যাচের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। পোলিশ রক্ষণে এনজো ফার্নান্দেজের বাড়ানো পাস দারুণ দক্ষতায় রিসিভ করে ভেতরে নিয়ে এক টাচে কোনাকুনিতে শট নেন আলভারেজ। তবে লাফিয়েও সে বল আটকাতে পারেননি পোলিশ গোলকিপার সেজেসনি। তার নাগালের বাইরে দিয়ে বল চলে যায় জালে।

যার সুবাদে মরুর বূকে 'সি' গ্রুপ থেকে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতের পথে কোচ লিওলেন স্কালোনির আর্জেন্টিনা। তথ্য সূত্র আরটিভি নিউজ।