প্রথমে দুই গোলে এগিয়ে যাওয়ার জয়ের পথে ছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় নেদারল্যান্ডস। যার সুবাদে শেষ মুহূর্তের গোলে ২-২ গোলের সমতায় শেষ করে নির্ধারিত সময়ের খেলা।
এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলা হলেও কোনো দল গোল আদায় করতে পারেনি। পরে ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় অনিশ্চতার টাইব্রেকারে। যেখানে নাটকীয়তায় ভরা পেনাল্টি শুটে নেদারল্যান্ডসের দুটি শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
ফলে শেষ পর্যন্ত পেনাল্টিতে ডাচদের ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল লে আলবিসেলেস্তেরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।