প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্যে যোগ দিয়ে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিতর্কের জন্ম দিয়েছে। ফুটবলের রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে তার কফিনের সামনে সেলফি তোলেন ফিফাপ্রধান, যা নিয়ে চলছে তুমুল সমালোচনা।
পেলেকে শ্রদ্ধা জানাতে সোমবার তার মরদেহ রাখা হয় সান্তোসের বেলমিরো স্টেডিয়ামে। বিশ্বমানবতার এই দূতকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন লাখো মানুষ। বিভিন্ন অঙ্গনের তারকারাও ছুটে যান পেলেকে সম্মান জানাতে। শেষ শ্রদ্ধা জানাতে সান্তোসে হাজির হন ফিফাপ্রধান জিয়ান্নিও। কিন্তু সম্মান জানাতে গিয়ে নিজের অদ্ভুত কাণ্ডে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তার ওই সেলফি তোলার মুহূর্তটি এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার পেলের শেষকৃত্যে অনুষ্ঠানে দেখা যায়, পেলের খোলা কফিনের সামনে হঠাৎ করে নিজের ফোন বের করেন ফিফা সভাপতি জিয়ান্নি। মুঠোফোনটি বের করে নিজের সেলফি তোলেন তিনি। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা।
প্রসঙ্গত, কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন ৮১ বছর বয়সী পেলে। তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ২০২২ সালে। আর তার শেষ যাত্রা ২০২৩ সালে এর একটা প্রতীকী রূপ যেন ২০২২-২৩ মেলবন্ধন। তথ্য সূত্র আরটিভি নিউজ।