মায়ামির জার্সি গায়ে ইতোমধ্যেই জিতেছেন লিগস কাপের শিরোপা। মায়ামির হয়ে আট ম্যাচ খেলে ফেললেও মেজর লিগে অভিষেক হতে মেসির অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ এক মাস। অবশেষে ফুরোলো সেই অপেক্ষার পালা। মায়ামির জার্সি গাঁয়ে যুক্তরাষ্ট্রের প্রধান লিগ মেজর লিগ সকারে অভিষিক্ত হলেন ক্ষুদে এই জাদুকর।
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে অভিষেক হয়েছে মেসির। আর নিজের অভিষেকটা দুর্দান্ত এক গোল আর দলের জয় দিয়েই রাঙালেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
বুলসকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়ে লিগ শুরু করলো টাটা মার্টিনোর দল।
টানা ম্যাচের ধকল থেকে কিছুটা মুক্তি পেতে বুলসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না মেসি ও সার্জিও বুসকেটস। প্রতিপক্ষের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও জালের দেখা পাচ্ছিলো না ফ্লোরিডার দলটি। অপরদিকে নিউইয়র্কের দলটি বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করে কাঁপন ধরিয়ে দিয়েছিল মায়ামির রক্ষণভাগে।
বল দখলে পিছিয়ে থাকলেও নিজেদের কড়া রক্ষণভাগ দিয়ে মায়ামিকে বেধে রেখেছিল বুলসরা। ম্যাচের প্রথম ৩০ মিনিট তো প্রতিপক্ষের ডি বক্সে প্রবেশই করতে পারেনি টাটা মার্টিনো শিষ্যরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।