এমএলএসের চলতি মৌসুমে দারুন ছন্দে ছিল যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। টানা জয়ের ধারায় থাকা দলটিই কি না শেষ দুই ম্যাচে বড্ড অচেনা। গত ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে বড় হারের পর এবার সেন্ট লুইস সিটির বিপক্ষে জয়হীন মেসি-সুয়ারেজরা।
শনিবার (১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ঘরের মাঠে সেন্ট লুইস সিটির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে মায়ামি। মেসি-সুয়ারেজরা গোল করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। জয় না পেলেও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি।
খেলার শুরু থেকে দল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোল পায়নি মায়ামি। ম্যাচের ১৫তম মিনিটে ক্রিস ডার্কিনের গোলে লিড নেয় সেন্ট লুইস। অবশ্য পিছিয়ে পড়লেও সমতায় ফিরতে সময় লাগেনি মায়ামির। ২৫তম মিনিটে জর্দি আলবার পাস থেকে দারুন গোল করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
সমতায় ফিরলেও এগিয়ে যেতে পারেনি মায়ামি। উল্টো ম্যাচের ৪১তম মিনিটে আবারও পিছিয়ে পড়ে মায়ামি। ইন্ডিয়ানা ভ্যাসিলেভের গোলে ২-১ গোলে লিড নেয় সফরকারীরা। অবশ্য এই যাত্রায় দ্রুতই সমতায় ফেরে মায়ামি। এবার গোলদাতার ভূমিকায় উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন এই তারকা ফুটবলার। ২-২ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের লুইস সুয়ারেজের কারণে প্রায় হেরে যেতেই বসেছিল মায়ামি। ম্যাচের ৬৮তম মিনিটে আত্নঘাতী গোলে দলকে পিছিয়ে দেন এই উরুগুইয়ান তারকা। ৩-২ গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় মায়ামি। তবে কিছুতেই পাচ্ছিল না সমতাসূচক গোলের দেখা। অবশেষে ম্যাচের ৮৫তম মিনিটে জর্দি আলবার কল্যানে কোনোমতে হার এড়ায় মায়ামি। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় ফ্লেরিডার ক্লাবটিকে।