News update
  • Modi-Yunus Talks to Boost Dhaka-New Delhi Ties     |     
  • 10m SIM Holders Left Dhaka During Eid, 4.4m Returned     |     
  • Bangladesh Moves Up in Global Passport Strength Index     |     
  • Protests in India over Waqf (Muslim gift) Amendmdment Bill     |     

কোপার কোয়ার্টার ফাইনালে নামছে আর্জেন্টিনা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-07-04, 5:38pm

herterter-31b6a1ad895d7b55894d8396b24575761720093134.jpg




কোপা আমেরিকায় গ্রুপ পর্বের লড়াই শেষে শুক্রবার থেকে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনাল। প্রথম দিনই ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৭টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।

আসরে এখনও পর্যন্ত অপরাজিত থেকেই সেমির লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা। তবে মেসিকে দলে পাওয়া নিয়েই দলটির যত দুশ্চিন্তা।

চোটের জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলে ছিলেন না বিশ্বের অন্যতম এই সেরা ফুটবলার। শঙ্কা আছে ইকুয়েডরের বিপক্ষে দলে থাকা নিয়েও। তবে কোচ স্ক্যালোনি আশাবাদী মেসি এই ম্যাচে খেলবেন।

স্ক্যালোনির মন্তব্য, ‘আমি এখনও তার অবস্থা নিয়ে কথা বলিনি। আমার মনে হয়, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাই ভালো। অবশ্যই আজ (গতকাল) কথা বলব। কারণ, ম্যাচের এক দিন আগে এবং (সুস্থ হয়ে উঠতে) তার পুরো সময়টাই পাওয়া উচিত। যতটা সম্ভব অনুশীলনও করে নিতে পারছে। অনুশীলনের আগে কথা বলে তারপর সিদ্ধান্ত নেব।’

এবারের কোপায় ফাইনাল ছাড়া কোনো ম্যাচেই থাকছে না অতিরিক্ত সময়। কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের পর সমতায় থাকলে সরাসরি পেনাল্টি শুটআউটে চলে যাবে ম্যাচ।

এদিকে এই টুর্নামেন্টের খেলা দেখা নিয়ে প্রায়শই সমর্থকদের বিড়ম্বনায় পড়তে হয়। তবে এবার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। কারণ, বাংলাদেশি একটি চ্যানেলেই পুরো টুর্নামেন্ট দেখানো হবে।

বাংলাদেশে টি-স্পোর্টসে খেলা দেখা যাবে। এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতের সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপেও খেলা উপভোগ করা যাবে।

সূচি অনুযায়ী, এবারের আসরের কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। আর ফাইনাল হবে ১৪ জুলাই। আরটিভি