News update
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     
  • 35 crude bombs, bomb-making materials found in Geneva Camp     |     
  • 8 Islamic parties want referendum before polls, neutral admin     |     
  • Stocks sink on week’s last trading day; DSEX plunges 122 points     |     

নেইমার-ভিনিসিউসবিহীন ব্রাজিলের স্কোয়াডে অখ্যাতের ছড়াছড়ি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-08-26, 7:38am

3aec3672a530974fa23df4c984b1f6e034603d02047d60fe-d4911a725943f1a77c67da37635e64c11756172339.jpg




২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুই রাউন্ডের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে রয়েছে বড়সড় চমক।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৬ আগস্ট) প্রকাশিত দলে রয়েছে বেশ কিছু নতুন মুখ-কাইও হেনরিক, ডগলাস সান্তোস এবং কাইও জর্জ।

এই রাউন্ডের ম্যাচ দিয়ে নেইমারের ফেরার কথা থাকলেও নতুন ইনজুরিতে পড়ায় দলে জায়গা হয়নি এই ৩৩ বছর বয়সীর। চিলির বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকা ভিনিসিউসকেও স্কোয়াডে রাখেননি আনচেলত্তি, আর নতুনদের জায়গা করে দিতে বাদ পড়েছেন রদ্রিগো।

গত দুই রাউন্ডের দলের সঙ্গে তুলনা করলে এ বার দলে পরিবর্তন নয়টি। অভিষেকের অপেক্ষায় থাকা তিন নতুন মুখ ছাড়াও দলে ফিরেছেন ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, জোয়েলিন্টন, লুকাস পাকেতা, জোয়াও পেদ্রো, এবং লুইজ হেনরিক।

এরই মধ্যে বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে ব্রাজিল।  প্রতিপক্ষ চিলির বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই, আর বলিভিয়া  এখনো অন্তত প্লে-অফে জায়গা পাওয়ার জন্য লড়ছে। যে জন্য তাদের ব্রাজিলকে হারানোর বিকল্প নেই।

চিলির বিপক্ষে ম্যাচটি হবে ৪ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ৯ তারিখ এল আল্টোতে।

ব্রাজিলের স্কোয়াড

গোলকিপার: অ্যালিসন, বেন্তো, হুগো সৌজা

ডিফেন্ডার: আলেকসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কিনিয়োস, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস,  ভেন্ডারসন, ওয়েসলি

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইজ হেনরিক, ম্যাথিয়াস কুনিয়া, রাফিনিয়া ও রিচার্লিসন।