News update
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     
  • 35 crude bombs, bomb-making materials found in Geneva Camp     |     
  • 8 Islamic parties want referendum before polls, neutral admin     |     
  • Stocks sink on week’s last trading day; DSEX plunges 122 points     |     

হাইকোর্টে অতিরিক্ত ২৫ বিচারপতি নিয়োগ

গ্রীণওয়াচ ডেস্ক আদালত 2025-08-26, 7:41am

img_20250826_074001-6f6208f17582298c59285913ed12136b1756172509.jpg




সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২৫ বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) নিয়োগপ্রাপ্তরা হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেবেন।

এর আগে সুপ্রিম কোর্ট থেকে তাদের নাম সুপারিশ করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।