News update
  • UN Launches $33 Billion Appeal to Aid 135 Million People     |     
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     

ম্যান সিটির কাছে পাত্তাই পেল না লিভারপুল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-11-10, 8:58am

1fdfccb7bbce75adef36dff625ca7515287af09189806407-c576b2426241f8bc9df9d6f371ac018c1762743507.jpg




লিগে টানা ৫ হারের পর গত সপ্তাহে অ্যাস্টন ভিলাকে হারিয়ে জয়ে ফিরেছিল লিভারপুল। তবে রোববার (৯ নভেম্বর) লিগে হাইভোল্টেজ ম্যাচে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলে হেরেছে স্লটের দল। এদিকে নিজের হাজারতম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন সিটি বস পেপ গার্দিওলা।
এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি। অপরদিকে, টেবিলের আট নম্বরে নেমে গেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।
ম্যাচের ১৩তম মিনিটে লিভারপুলের গোলরক্ষকের ভুলে পেনাল্টি পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে হলান্ডের নেয়া সেই পেনাল্টি ঠেকিয়ে দেন মামারদাশভিলি। তবে বেশিক্ষণ গোল বঞ্চিত ছিলেন না নরওয়ের এই স্ট্রাইকার। ২৯তম মিনিটে নুনেসের ক্রস থেকে হেডে গোল করে সিটিকে লিড এনে দেন হলান্ড।প্রথম হাফে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুর্দান্ত এক গোল করে সিটিকে দ্বিতীয় গোল উপহার দেন নিকো গঞ্জালেজ। দ্বিতীয় হাফে লিভারপুলের খেলায় কিছুটা গতি ফেরে। আক্রমণের চেষ্টা চালিয়ে যান সালাহ-গাকপোরা। তবে সিটির ডিফেন্স ভাঙতে পারছিল না তারা।উল্টো ৬৩ মিনিটে অসাধারণ এক গোল করেন সিটির বেলজিয়ান তারকা ডকু। ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে বল জালে জড়ান তিনি। তাতেই শেষ হয়ে যায় লিভারপুলের সব আশা। শেষ পর্যন্ত আর গোল হয়নি। ফলে তিন গোলের হার নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।