News update
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     
  • Remittance inflow exceeds $632 million in first six days of Dec     |     
  • 18 migrants die as inflatable boat sinks south of Greek island of Crete     |     
  • TIB for polls manifesto vows to curb misuse of powers and religion     |     
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     

রোনালদোর লাল কার্ডের রাতে হারল পর্তুগাল, বিশ্বকাপ নিশ্চিত ফ্রান্সের

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-11-14, 8:36am

34da03d0107e4a9a0237c1a4191c40993722fb6fc01acf45-7403f96c248d9878876b045fc8ca86281763087803.jpg




আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। নাটকীয় সেই ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরেছে পর্তুগাল। ম্যাচে লাল কার্ড দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এদিকে 'ডি' গ্রুপের ম্যাচে ইউক্রেনকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ফ্রান্স।

ডাবলিনে পর্তুগালের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়টি ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। ২০০৫ সালের পর এই প্রথম পর্তুগালের বিপক্ষে জয় পেল তারা। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা পর্তুগাল একের পর এক চেষ্টা করেও গোল করতে পারেনি। উল্টো প্রথম হাফে দুইটি গোল খায় তারা।

ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ট্রয় প্যারট। ৪৫ মিনিটে একক নৈপুণ্যে আবারও গোল করেন তিনি। ম্যাচের ৬১তম মিনিটে লাল কার্ড দেখেন রোনালদো। প্রতিপক্ষের ফুটবলারকে কনুই দিয়ে আঘাত করায় প্রথমে রেফারি রোনালদোকে হলুদ কার্ড দেখান। তবে পরে ভিএআর চেক করে সেটি বদলে লাল কার্ড করেন রেফারি। ক্যারিয়ারে ১৩তম বার লাল কার্ড দেখলেন পর্তুগালের মহাতারকা।

Rep Ireland 2-0 Portugal (Nov 13, 2025) Game Analysis - ESPN

লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো।

শেষ পর্যন্ত ১০ জন নিয়ে তেমন কিছু করতে পারেনি পর্তুগাল। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে তারা। এই ম্যাচ হারলেও বিশ্বকাপ বাছাইয়ের 'এফ' গ্রুপের শীর্ষেই রয়েছে পর্তুগাল।

ফ্রান্স ৪-০ ইউক্রেন

ম্যাচটি ড্র কিংবা জয় পেলেই বিশ্বকাপের টিকিট পাবে, এমন সমীকরণ নিয়ে ইউক্রেনের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। একপেশে ম্যাচে ইউক্রেনকে নিয়ে ছেলে খেলা করেছে এমবাপ্পেরা। 

ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও প্রতিপক্ষের গোলকিপারের দৃঢ়তায় গোল করতে পারেনি ফ্রান্স। তবে দ্বিতীয় হাফে চারটি গোল করে তারা। গোলের খাতা খোলেন কিলিয়ান এমবাপ্পে। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ৭৬ মিনিটে অলিসে গোল করলে অনেকটা ফ্রান্সের জয় নিশ্চিত হয়ে যায়।

৮৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং ফ্রান্সের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে ৯৪ ম্যাচে এমবাপ্পের গোল হলো ৫৫টি, সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে তার দরকার আর দুটি গোল। ৫৭ গোল নিয়ে চূড়ায় আছেন অলিভিয়ে জিরুদ।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে স্কোরশিটে নাম তোলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা একিটিকে।

মলদোভা ০-২ ইতালি

এদিকে মলদোভাকে হারিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। আগের দুই বিশ্বকাপ খেলতে না পারা ইতালি এবারও হয়তো সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে না। প্লে-অফ খেলে হয়তো উঠতে হবে তাদের।

এসপোসিতো ম্যাচের ৯২তম মিনিটে গোল করেন।

ইতালির হয়ে গত রাতে গোল করেছেন মানচিনি এবং পিও এসপোসিতো। 'আই' গ্রুপের আরেক ম্যাচে এস্তনিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে হলান্ডের নরওয়ে। তাতে বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হয়েছে তাদের।    

জয় পেয়েছে ইংল্যান্ডও। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। ইংল্যান্ডের হয়ে গোল করেছেন সাকা এবং এজে। বিশ্বকাপ বাছাইয়ে ৭ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে টুখেলের দল। এই সাত ম্যাচে ২০ গোল করার বিপরীতে একটি গোলও হজম করেনি তারা।