News update
  • Dhaka records unhealthy air quality on Sunday morning     |     
  • Govt letter to EC to hold election, referendum on same day     |     
  • COP30 boosts funding for at-risk nations but avoids firm fossil fuel terms     |     
  • When To Worry over Ceiling & Wall Cracks After An Earthquake      |     
  • Stock market rebounds, DSEX gains 166 points over week     |     

আড়াই বছর পর ক্যাম্প ন্যুয়ে ফেরার ম্যাচে বার্সার বড় জয়

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-11-23, 8:35am

7ad73df806f98bb690b99dfc52f435565d58bad47fcf76e2-193931f5ae281c9e509c4992c3174b641763865335.jpg




আড়াই বছর পর নিজের ঘরে বার্সেলোনার ম্যাচ। ক্যাম্প ন্যুয়ে বার্সেলোনার প্রত্যাবর্তনটা রাজকীয়ই হলো। অ্যাথলেটিক বিলবাওকে উড়িয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

শনিবার (২২ নভেম্বর) ক্যাম্প ন্যুয়ে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন ফেরান তরেস। রবার্ট লেভানদোভস্কি ও ফারমিন লোপেজ বাকি গোল দুটি করেন।

১৩ ম্যাচের ১০টিতে জেতা বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৩১। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের সংগ্রহও সমান পয়েন্ট। তবে, গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বার্সা। আগামীকাল (২৩ নভেম্বর) রিয়াল এলচের বিপক্ষে হার এড়ালেই শীর্ষে ফিরবে।

পুনর্নিমাণ কাজ চলায় দীর্ঘদিন ক্যাম্প ন্যুয়ে ফুটবল বন্ধ ছিল। গ্যালারির কাজ এখনো পুরোপুরি শেষ না হলেও ধারণক্ষমতার অর্ধেকেরও কম দর্শক মাঠে বসে বার্সার খেলা দেখতে পারছেন। আগামী মৌসুমে পুরো গ্যালারি খুলে দিলে ১ লাখ ৫ হাজার দর্শক ক্যাম্প ন্যুয়ে বসে খেলা দেখতে পারবেন।

আতশবাজির ঝলকানিতে শুরু হওয়া ম্যাচের চতুর্থ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেভানদোভস্কি। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই ফের গোলের দেখা পায় বার্সা। এবারের গোলটি আসে ফেরমিন লোপেজের পা থেকে।

ম্যাচের অন্তিম সময়ে দলের চতুর্থ ও ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন তরেস।

এই ম্যাচের ৫৪ মিনিটে ফেরমিনকে ফাউল করে লাল কার্ড দেখেন সানচেত। ফলে ম্যাচের প্রায় অর্ধেকটা সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে বিলবাওকে।