Fishing tiger rescued in Kalapara
পটুয়াখালীর কলাপাড়ায় একটি মেছো বাঘ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া
শাখার সদস্যরা। শুক্রবার সকাল দশটার দিকে নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়। হিংস্র এ বাঘটি ওই এলাকার কৃষক ওহাব গাজীর মাছের ঘেরের মধ্যে জালে আটকা পড়ে।
এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, ধারনা করা হচ্ছে, মাঝ বয়সী এ বাঘটি মাছ শিকারে ওই কৃষকের ঘেরে এসেছিলো। এটি স্থানীয়রা পিটিয়ে মারতে চেয়েছিলো। কিন্তু তার আগেই আমরা এ প্রানীটিকে উদ্ধার করি। প্রাথমিক চিকিৎসা শেষে আজ রাতেই এটিকে হাজীপুর বনে অবমুক্ত করা হবে। - গোফরান পলাশ