News update
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     

পটুয়াখালীতে খালে ভেসে এলো জীবিত ডলফিন

বন্যপ্রানী 2024-06-13, 9:42pm

a-live-dolphin-floats-to-a-canal-in-patuakhali-113822bc154927cd4fcb5929436e64371718293346.jpg

A live dolphin floats to a canal in Patuakhali.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় খালে ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির একটি জীবিত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট। বৃহস্পতিবার বিকাল তিনটায় নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন খালে ওই ডলফিনটি ভেসে আসে।

এসময় ডলফিনটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। খবর শুনে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ডলফিনটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে বিকাল পাঁচটার দিকে আন্ধারমানিক নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ডলফিনটিকে অবমুক্ত করেন তারা। 

স্বেচ্ছাসেবী প্রাণিকল্যান ও পরিবেশবাদী সংগঠন এ্যানিম্যাল লাভার অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য আলম নজির জানান, জেলেদের জালে আটকে ডলফিনটি অনেকটা আহত হয়। আমাদের ধারনা, পরে পথভ্রষ্ট হয়ে এটি আন্ধারমানিক নদী হয়ে খালে ঢুকে পড়ে। এর আগে কখনও দক্ষিনাঞ্চলের খালে, জলাশয়ে ডলফিন ভেসে আসার খবর পাওয়া যায়নি। - গোফরান পলাশ