News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

কুয়াকাটায় হিজড়াদের সৈকত পরিচ্ছন্নতা অভিযান

বর্জ্য 2024-07-16, 12:24am

eunaunts-organised-a-cleanliness-campaign-in-kuakara-on-monday-15-july-2024-7a30e2dfc0956b22f99460f8783fb62a1721067856.jpg

Eunuchs organised a cleanliness campaign in Kuakara on Monday 15 July 2024.



পটুয়াখালী:  পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে তৃতীয় লিঙ্গের (হিজড়া) নাগরিকরা।

 সোমবার দুপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলা'র আয়োজনে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সৈকতের জিরো পয়েন্টের ১ কিলোমিটার এলাকা জুড়ে পড়ে থাকা ময়লা অবর্জনা পরিচ্ছন্ন করেন তারা।

এর আগে রবিবার বিকালে তৃতীয় লিঙ্গের এসব মানুষদের নিয়ে ম্যারাথান অনুষ্ঠিত হয়। এ দৌড় প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের ৯ জন সহ বৃহন্নলার'র ২৫ জন সদস্য অংশ গ্রহন করে। তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে শিশুকাল থেকেই যাতে আলাদা বৈষম্য তৈরী না হয় এজন্য তাদের এ আয়োজন বলে জানান আয়োজকরা। - গোফরান পলাশ