News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

ইরান-ইসরাইল সংঘাতের প্রভাব ক্রিপ্টোকারেন্সির বাজারেও!

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-06-19, 12:37pm

f4e8bfb0dfdd7a940c8049b21ade73e027cd3cd4828e7f0d-91670f7a97e1a464ce65686f1496949b1750315054.jpg




ইরান-ইসরাইল সংঘাতের নেতিবাচক প্রভাব ক্রিপ্টোকারেন্সির বাজারে। সপ্তাহ ব্যবধানে কমেছে বিটকয়েনসহ বেশিরভাগ জনপ্রিয় ক্রিপ্টোমুদ্রার দাম। আরও কিছুদিন পতনের ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে বাজার বিশ্লেষণ করা সংস্থাগুলো।

ইরান-ইসরাইল যুদ্ধে অস্থিরতা বিরাজ করছে ক্রিপ্টোকারেন্সির বাজারেও। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করা সংস্থা দ্য ট্রেডিং ইকনোমিকস'র তথ্য, ক্রিপ্টোবাজারে সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের দাম এক সপ্তাহে দশমিক ৯০ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে একেকটি বিটকয়েন কেনাবেচা হয় ১ লাখ ৪ হাজার ৯৩২ ডলারে। যা একদিন আগের চেয়ে বছর ব্যবধানে এই মুদ্রার দাম বেড়েছে ৬১ দশমিক ৭৯ শতাংশ। ক্রিপ্টোবাজারে রাজত্ব করা এই মুদ্রার দাম গত মে মাসে পার হয়েছিল ১ লাখ ১১ হাজার ডলার।

আরেক জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা ইথারের দামও সপ্তাহ ব্যবধানে কমেছে ৪.৮৭ শতাংশ। বর্তমানে এই মুদ্রার দাম পড়ছে ২ হাজার ৫২১ ডলার ১১ সেন্ট। ধারবাহিক পতনের মুখে ২৮.২৩ শতাংশ কমেছে এক বছরে।

এদিকে, বাইন্যান্সের দাম সপ্তাহ ব্যবধানে ২ শতাংশের বেশি কমলেও বছর ব্যবধানের হিসাবে বেড়েছে প্রায় ১০ শতাংশ। বর্তমানে প্রতিটি বাইন্যান্স বেচাকেনা হচ্ছে ৬৪৩ ডলার ৬০ সেন্টে।

ক্রিপ্টোবাজারে দাম কমতির তালিকায় রয়েছে সোলানাও। বর্তমানে এই মুদ্রা বিক্রি হচ্ছে ১৪৬ ডলার ২৫ সেন্টে। এক সপ্তাহে প্রায় সাড়ে ৪ শতাংশ কমলেও, এক বছর আগের তুলনায় বিক্রি হচ্ছে ৯.৪৫ শতাংশ বেশি দামে।