News update
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     
  • Stocks advance at DSE, CSE in early trading     |     
  • In grief, Tarique Rahman finds family in the nation     |     

সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-10-21, 8:18am

erteffswqeq-01503295a6d0a82fc89ac5b5d637e9ca1761013132.jpg




বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ায় আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে স্বর্ণ। এবার দাম বাড়ছে হু হু করে, আর তাতেই বদলে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতির চিত্র। কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত বিনিয়োগকারী-সবাই অনিশ্চয়তার সময়টিতে সুরক্ষার শেষ ভরসা হিসেবে দেখছেন এই হলুদ ধাতুকে।

প্রাচীনকাল থেকেই প্রাচুর্যের অপর নাম স্বর্ণ। একে বলা হয়, অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। হাজার বছর ধরে মূল্যবান এই ধাতুর চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য, দীপ্তি আর চাকচিক্য মানুষকে অভিভূত করে চলেছে। তাই প্রাচীনকাল থেকেই অন্যান্য ধাতুর চেয়ে স্বর্ণের দাম কয়েকগুণ বেশি।

স্বর্ণ দামি বা মূল্যবান; কারণ আমরা সমাজগতভাবে মনে করি, এর মূল্য অতীতে যেমন ছিল, আগামীতেও থাকবে। আর এই প্রয়োজনীয়তা মাথায় রেখে মানুষ স্বর্ণ রিজার্ভ করতে থাকে। যার প্রভাবও পড়ে স্বর্ণের বাজারে।

ব্যক্তিগত এবং রাষ্ট্রীয়- দুই পর্যায়েই স্বর্ণ জমিয়ে রাখার প্রবণতা দেখা যায়। কারণ এটি এমন এক বিনিয়োগ যাতে বড় ধরনের লোকসানের আশঙ্কা থাকে না। অর্থনীতির দুর্দিনে মানুষ স্বর্ণ কেনার দিকে ঝুঁকে পড়ে। অর্থের মূল্য ধরে রাখা যায় না, তবে স্বর্ণ কিনে রাখা লাভজনক কারণ এর মূল্য কমার চেয়ে বাড়ার প্রবণতাই বেশি।

দেশগুলো কেন স্বর্ণের মজুত রাখে?

স্বর্ণের মজুত একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্থিক অনিশ্চয়তার সময় এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের মজুত বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে দেশে দেশে। কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপদ প্রাথমিক সম্পদ হিসেবে স্বর্ণের ওপর আস্থা বাড়াচ্ছে।

স্বর্ণ মজুতে বিশ্বের শীর্ষ ১০ কেন্দ্রীয় ব্যাংক

সম্প্রতি সবচেয়ে বেশি স্বর্ণের মজুতকারী দেশগুলোর তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। এই তালিকার শীর্ষের রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ৮ হাজার ১৩৩ দশমিক ৫০ টন স্বর্ণ মজুত রয়েছে।

ক্রমিক দেশ স্বর্ণের মজুত (টন)

যুক্তরাষ্ট্র ৮,১৩৩.৫০

জার্মানি ৩,৩৫০.৩০

ইতালি ২,৪৫১.৮০

ফ্রান্স ২,৪৩৭.০০

রাশিয়া ২,৩২৬.৫০

চীন ২,৩০২.৩০

সুইজারল্যান্ড ১,০৩৯.৯০

ভারত ৮৮০.০০

জাপান ৮৪৬.০০

১০ তুরস্ক ৬৩৯.০০ 

মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ স্বর্ণের মজুত আছে তা তালিকায় পরের তিনটি দেশ- জার্মানি, ইতালি এবং ফ্রান্সের সমন্বিত মোট মজুতের কাছাকাছি। স্বর্ণের মজুতের দিক দিয়ে রাশিয়া এবং চীনের অবস্থান যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠ।

আর সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছে সুইজারল্যান্ড, ভারত, জাপান,  এবং তুরস্ক।সূত্র- ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল