News update
  • 1.30 crore sacrificial animals to be sold during Eid-ul-Azha     |     
  • Poor navigability hits launch plying in Kaptai Lake     |     
  • Non-AC High Schools in Dhaka, 4 other dists closed on Monday     |     
  • Loadshedding crosses 1860 MW,      |     
  • Dubai begins construction of 'world's largest' airport terminal     |     

শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রীণওয়াচ ডেস্ক বাস্কেটবল 2022-08-05, 11:53am

img_20220805_115237-13c0dd09c01c753826e3e2aea7e26e2c1659678805.jpg




স্বাধীনতা-উত্তর বাংলাদেশে আধুনিক ক্রীড়া প্রবর্তনের রূপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৪ আগস্ট) বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ে বাস্কেটবল প্রতিযোগিতা-২০২২ ধানমন্ডিস্থ সুলতানা মহিলা ক্রীড়া কমপ্লেক্স এর মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় ২টি দলে ৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ম্যানইয়াক দল চ্যাম্পিয়ন ও রেঞ্জার দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ,  বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী এবং সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, সিনিয়র সহ-সভানেত্রী, আনজুমান আরা আকসির,  সাধারণ সম্পাদিকা (ভারপ্রাপ্ত) প্রকৌশলী ফিরোজা করিম নেলী  এবং কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি।