News update
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     
  • Arakan Army frees 12 Bangladeshi fishermen     |     
  • A soothing respite: Rain in Dhaka after prolonged heatwave     |     
  • Palestine economy in ruins, as Gaza war sets dev back 2 decades     |     
  • Law to ban rice polishing effective from Aman season     |     

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আরও তহবিল সরবরাহ করবে জাপান

বিজ্ঞান ও প্রযুক্তি 2022-06-04, 11:10am

20220603_26_1122049_l-786ac54aa2530ffc51b22f01b70b84781654319424.jpg




জাপান সরকারের কর্মকর্তারা বিজ্ঞান এবং প্রযুক্তি খাতগুলোর জন্য আরও বেশি সাহায্য-সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বলছেন, এইসমস্ত খাত জুড়ে উদ্ভাবন বৈশ্বিক নিরাপত্তায় বিভিন্ন পরিবর্তন পরিচালনায় সাহায্য করবে।

কর্মকর্তারা একটি খসড়া কৌশল প্রণয়ন করেন যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা এবং লোকজনের প্রশিক্ষণের জন্য ১০ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ৭ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার তহবিল যোগানোর অঙ্গীকার করা হয়।

এই কৌশলের মধ্যে কোয়ান্টাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে শিক্ষা গবেষণার প্রধান দু’টি ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এতে এও বলা হচ্ছে, সরকার এইসব খাতের প্রযুক্তিগতভাবে উদ্ভাবনমূলক আবিষ্কারের জন্য স্টার্টআপ কোম্পানিগুলোকে আরও বেশি আর্থিক সাহায্য করার প্রস্তাব দেবে। এতে এই ধরনের কোম্পানিগুলোর গবেষণা এবং উন্নয়নে সাহায্য করার জন্য ২০২৫ অর্থবছরের মধ্যে সরকারি ও বেসরকারি খাত থেকে বেশি হলে ১২০ লক্ষ কোটি ইয়েন বা ৯২ হাজার কোটি মার্কিন ডলার তহবিল নিশ্চিত করার পরিকল্পনাও করা হচ্ছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।