জাপানে মোটর সাইকেল প্রস্তুতকারীরা এসব যান আরও নিরাপদ করে তোলার লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তিতে এদের সজ্জিত করছে।
ইয়ামাহা মোটর রাডার-সজ্জিত একটি ব্রেক সহায়তা ব্যবস্থা তৈরি করছে। সামনের গাড়ির সাথে দূরত্ব কতটা তা মেপে দেখতে পারে এটি। সংঘর্ষ লেগে যাওয়ার ঝুঁকি নির্ণয় করতে পারলে বাইকের সামনের এবং পিছনের চাকায় উপযুক্ত ব্রেকিং প্রয়োগ করতে এই ব্যবস্থা সক্ষম। চালক যাতে নিরাপদ থাকে তার জন্য বাইকের সাসপেনশন ব্যবস্থাও নিয়ন্ত্রণও করতে পারে এটি।
আগামী বছরের মাঝামাঝি নাগাদ জাপানে বড় কয়েকটি মডেলের ক্ষেত্রে এই ব্যবস্থা প্রচলনের আশা করছে ইয়ামাহা।
এপ্রিল মাসে কাওয়াসাকি মোটর তাদের কয়েকটি বড় আকারের মডেলকে সতর্কতা ব্যবস্থায় সজ্জিত করেছে। পিছন থেকে কোন গাড়ি বাইকের খুব কাছাকাছি চলে আসলে চালককে সেটা সতর্ক করে দেবে।
হোনডা এবং সুযুকিও তাদের নিরাপত্তা বৈশিষ্টগুলো উন্নত করে নিয়েছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।