News update
  • 288 Myanmar security personnel sent back from Bangladesh     |     
  • Russia vetoes UN resolution calling for preventing nuclear arms race in space     |     
  • Dhaka’s air ‘unhealthy’ Thursday morning     |     
  • Vaccines saved at least 154 million lives in 50 years: WHO     |     
  • 6 workers die as truck overturns in Rangamati     |     

বিশ্বব্যাপী ১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগলের মূল কোম্পানি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2023-01-21, 9:08am

06a20000-0aff-0242-62fa-08dafae63bc9_w408_r1_s-012922b3839096d469c86e2379fc932b1674270515.jpg




প্রযুক্তি ব্যবসার বিশালায়তন প্রতিষ্ঠান গুগলের স্বত্বাধিকারী কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেটেড শুক্রবার ঘোষণা করেছে যে, তারা পুরো কোম্পানি থেকে ১২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এই সংখ্যা কোম্পানির মোট জনশক্তির ৬ শতাংশ।

শুক্রবার কর্মচারীদেরকে পাঠানো একটি ইমেইলে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেছেন, কোম্পানিটি গত দুই বছরে নাটকীয় প্রবৃদ্ধি দেখেছে এবং নতুন কর্মচারী নিয়োগ করেছে। আর তা ছিল, আজ আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তার থেকে একটি ভিন্ন অর্থনৈতিক বাস্তবতা। তিনি বলেন, যে সিদ্ধান্তগুলোর জন্য কোম্পানিটি আজকের অবস্থানে এসে এখানে দাঁড়িয়েছে, তিনি সেগুলোর সম্পূর্ণ দায়ভার নিচ্ছেন।

তার ইমেইলে পিচাই বলেছেন, কোম্পানির কর্মচারী এবং তাদের ভূমিকা গুগলের শীর্ষ অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করার জন্য “পণ্য-সম্ভার এবং কর্মীদের কার্যকারিতা সম্পর্কে একটি কঠোর পর্যালোচনা” করা হয়।এর পর ছাঁটাই-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা যে পদ-পদবীগুলো বাদ দিচ্ছি, তা সেই পর্যালোচনার ফলাফলকে প্রতিফলিত করে।”

ইমেইলে পিচাই বলেন, যুক্তরাষ্ট্রের কর্মচারীদের ছাঁটাই করার জন্য ইতোমধ্যেই অবহিত করা হয়েছে। তবে বিভিন্ন আইন এবং প্রবিধানের কারণে, অন্যান্য দেশের কর্মীদের জন্য কিছুটা বাড়তি সময় নিতে হচ্ছে।

গুগল-এর এমন নিদ্ধান্ত আসলো এমন এক সময়ে, যখন একই সপ্তাহে আরও কয়েকটি বৃহৎ প্রযুক্তি কোম্পানি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ঐ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটা প্লাটফরমস ইনকরপোরেটেড, টুইটার ইনকরপোরেটেড, মাইক্রোসফট এবং অ্যামাজন। এই প্রতিষ্ঠানগুলোও তাদের হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।