News update
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     

জাপানের ফ্ল্যাগশিপ এইচ-৩ রকেট উৎক্ষেপণ ব্যর্থতায় পর্যবসিত

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2023-03-08, 10:37am

img_20230308_103544-dc6ae94e906fb9dfdd444798c478dffc1678250255.jpg




দ্বিতীয় পর্যায়ের ইঞ্জিন চালু না হওয়ার প্রেক্ষাপটে জাপানের নতুন ফ্ল্যাগশিপ এইচ-৩ রকেটের উৎক্ষেপণ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতিতে মিশনটিও বাতিল করা হয়েছে।

এইচ-৩ রকেটটিকে আজ মঙ্গলবার সকাল ১০টা ৩৭ মিনিটে দক্ষিণ-পশ্চিম জাপানের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় যা মূলত মহাকাশে এটির প্রথম যাত্রা হতে যাচ্ছিল। প্রায় ১৭ মিনিট পরে পৃথিবীর পর্যবেক্ষণ সংক্রান্ত একটি কৃত্রিম উপগ্রহকে প্রায় ৬৭৫ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপনের কথা ছিল রকেটটির।

জাপান মহাকাশ অনুসন্ধান এজেন্সি, বা জাক্সা’র ভাষ্যানুযায়ী, উৎক্ষেপণের প্রায় আট মিনিট পরে ঘোষণা করা হয় যে দ্বিতীয় পর্যায়ের এলই-৫বি-৩ নামক ইঞ্জিনের ইগনিশন বা চালু হওয়া নিশ্চিত করা যায়নি।

সকাল ১০টা ৫২ মিনিটের দিকে ঘোষণা করা হয় যে রকেটটিকে আত্ম-বিধ্বংসী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাক্সা এখন এই সমস্যার কারণ অনুসন্ধান করে দেখছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।