জাপানে রোগের চিকিৎসার জন্য স্মার্টফোন অ্যাপের ব্যবহার গতি পাচ্ছে।
টোকিও-ভিত্তিক সাসমেড নামক একটি কোম্পানির এধরনের একটি প্রচেষ্টার লক্ষ্য হলো রোগীদেরকে ঘুমাতে সাহায্য করা।
অ্যাপটির ক্লিনিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ফেব্রুয়ারি মাসে এর বিক্রির বিষয়টি অনুমোদন করেছে।
চিকিৎসকগণ এখন থেকে অনিয়মিত ঘুমের রোগীদেরকে ওষুধের পরিবর্তে এই উদ্যোক্তাদের প্রস্তুত করা অ্যাপটি ব্যবহার করতে বলতে পারবেন। রোগীদের ঘুমিয়ে পড়া ও তন্দ্রাচ্ছন্ন হওয়ার সময়ের উপাত্ত সংকলনের মাধ্যমে অ্যাপটি কাজ করে। এই উপাত্ত ব্যবহার করে আদর্শ ঘুমের সময় নির্ধারণ করতে পারে অ্যাপটি। প্রক্রিয়াটি এক ধরনের কগনিটিভ বা বোধশক্তিজনিত আচরণগত চিকিৎসা হিসেবে পরিচিত।
সাসমেডের প্রধান নির্বাহী কর্মকর্তা উয়েনো তারো বলেন, "আপনি নিদ্রাহীনতার চিকিৎসায় অ্যাপ কিংবা ওষুধ--এ দুটোর যেকোন একটি বেছে নিতে পারবেন। এটি একটি বিশাল ব্যাপার।"
একটি বৃহৎ ওষুধ প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে অ্যাপটির বাজারজাতকরণের মাধ্যমে শীঘ্রই ব্যবহারকারীদের কাছে এটিকে পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।