News update
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     

ছাত্র আন্দোলনে আহত-নিহতদের তথ্য সংগ্রহের ওয়েব পোর্টাল উন্মোচন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-09-02, 7:25am

rtretewt-e12ca5953782003feba093b3f4ced44a1725240355.jpg




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত এবং নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য ওয়েব পোর্টাল redjuly.live এর উন্মোচন করা হয়েছে৷

রোববার (১ সেপ্টেম্বর) বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পোর্টালের উদ্ভোবন ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক-শিক্ষার্থীরা৷

আয়োজকরা জানান, ক্রাউড সোর্সিংয়ের মাধ্যমে এই সাইটে কয়েকটা লেয়ারে তথ্যগুলো সংগ্রহ করা হবে৷ ভেরিফিকেশন ও প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সারা দেশ থেকে আসা তথ্যগুলো যাচাই করা হবে৷ পরবর্তীতে গবেষণা ও আহতদের সহায়তা করার জন্য এই তথ্য ব্যবহার করা হবে৷ এই পোর্টাল তৈরিতে কারিগরি সহায়তা করেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগেএ অধ্যাপক আবু সাইদ মো. মোস্তাফিজুর রহমান এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মিলহান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মালিহা নামলাহ বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের পরও আমরা শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করতে পারিনি। এতে করে অনেক সুবিধাভোগী শ্রেণি মুক্তিযোদ্ধা পরিচয়ে সুবিধা পেয়েছেন। আবার অনেক মুক্তিযোদ্ধা আছেন, যারা কোন সুবিধা পাননি। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, হতাহত হয়েছেন প্রত্যেকের ঘটনা বা গল্প আলাদা৷ এর মাধ্যমে আমরা আহতদের যথাযথ তথ্য পাবো৷ সরকার যখন সুবিধা দিবে তখন সঠিক মানুষের কাছে পৌছানো সম্ভব হবে৷

কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ঢাকায় প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, পুলিশ মুক্ত করেছে, কার্ফিউ ভেঙে রাস্তায় নেমেছে৷ গত ৫ আগস্টের লং মার্চে পাঁচ হাজার ছাত্র-শিক্ষক ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত-নিহত বা গুম হওয়া শিক্ষার্থীদের সঠিক তথ্য এ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার চিন্তা থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি। এখান থেকে শুরু হয়ে গ্রাম-গঞ্জে বিভিন্ন স্থানে সব জায়গার তথ্য এখানে সন্নিবেশ করা হবে।

আরেক কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ২৪ এর আন্দোলনে জাহাঙ্গীরনগর ছিল আন্দোলনের সূতিকাগার। ১৫ জুলাই ঢাকার অন্যান্য ক্যাম্পাসে যখন হামলা হয়, জাহাঙ্গীরনগর ছাত্রদের সংঘটিত করে প্রথমবারের মত প্রতিরোধ গড়ে তুলেছে। শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আমরা সারাদেশ থেকে তথ্যগুলো সংগ্রহ করে দীর্ঘমেয়াদে সরকারি ও বেসরকারি সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে৷

অধ্যাপক সেলিম বলেন, এই ৩৬ দিনের ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যারা আহত, নিহত হয়েছে তাদের তথ্য তুলে আনার জন্য এই ওয়েব পোর্টাল কাজে লাগবে। পাশাপাশি ছাত্রদের যে আন্দোলনের কারণে স্বাধীন বাংলাদেশের সূচনা হয়েছে সেটি সুন্দরভাবে গঠনের জন্য ছাত্রদের সুযোগ দিতে হবে।

সমাপনী বক্তব্যে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রেডজুলাই এর উপদেষ্টা জামাল উদ্দিন রুনু বলেন, এই ওয়েব পোর্টাল এর আইডিয়া ছাত্রদের মাঝ থেকে আসছে। আমিও বলছিলাম, ডকুমেন্টেশন জরুরি। আমরা প্রত্যেকটা ঘটনা থেকে কেইস স্টাডি রেখেছি, এই ঘুম, হত্যা-খুন সেগুলোর পেছনের গল্প তুলে ধরার চেষ্টা করবো। আরটিভি