News update
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     

সেগমেন্টের প্রথম আর্মরশেল প্রটেকশনের ফোন বাজারে এনেছে রিয়েলমি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-09-20, 3:25pm

trytryrty-4d44e7ebd52a558b13fa6458966956f31726824342.jpg




সেগমেন্টের প্রথম আর্মরশেল প্রটেকশন প্রযুক্তিসমৃদ্ধ সর্বাধুনিক ফোন রিয়েলমি নোট ৬০ নিয়ে এসেছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজারে দীর্ঘস্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার নতুন মানদণ্ড স্থাপন করেছে এই নতুন ডিভাইসটি। এটি অনন্য টেকসইতার পাশাপাশি ব্যবহারকারীকে দেবে প্রিমিয়াম অভিজ্ঞতা।

আর্মরশেল প্রটেকশন রিয়েলমি নোট ৬০ কে দেয় দীর্ঘ সময় ধরে টেকসই থাকার নিশ্চয়তা। সেগমেন্টের প্রথম এই উদ্ভাবনটিতে রয়েছে একটি উচ্চ সক্ষমতার কাঠামোগত সিস্টেম এবং আটটি উল্লেখযোগ্য উন্নত ফিচার: একটি শক্তিশালী ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো, সমন্বিত ধাতব ফ্রেম, মজবুত গ্লাস, কোটেড প্রটেকশন, শক শোষণকারী সার্কিট বোর্ড ফিল্ম, উপাদান সংযোজনকারী গ্লু, স্ক্রিন সুরক্ষার বেজেল ও একটি ইনসিওল ডিজাইন। এই ফিচারগুলো ডিভাইসটিকে বাঁকানো, পড়ে যাওয়া ও দাগ লাগা থেকে সুরক্ষিত রাখে।

ফোনের টেকসই পারফরম্যান্সকে পুনরায় সংজ্ঞায়িত করতে নোট ৬০ তে আরও রয়েছে আইপি৬৪ ধূলা ও পানিরোধী ফিচার। এই দামের মধ্যে প্রথমবারের মতো এমন ফিচার ব্যবহার করা হয়েছে ফোনটিতে, যা প্রতিদিনের চ্যালেঞ্জগুলোকে সর্বোচ্চ মোকাবিলা করতে সক্ষম। দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে বাড়তি নিশ্চয়তা দিতে এই ফোনের রয়েছে টিইউভি রেইনল্যান্ডের সর্বোচ্চ নির্ভরযোগ্যতার সার্টিফিকেট।

নোট ৬০ তে রয়েছে সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী প্রসেসর, যা মসৃণ মাল্টিটাস্কিং এবং ল্যাগ-মুক্ত গেমিং অভিজ্ঞতা দিতে সক্ষম। একই বাজেটের ফোনের মধ্যে সবচেয়ে বেশি রিয়ার ক্যামেরা পিক্সেল রয়েছে ৩২ এমপি সুপার ক্লিন ক্যামেরা ফিচারসমৃদ্ধ এই ফোনে, যা আগের মডেলগুলোর তুলনায় ১৪৬% বেশি। একটি নতুন ফটোগ্রাফি অ্যালগরিদমের সঙ্গে সঙ্গে এটি প্রতিটি শটে আরও সঠিক রঙ এবং অসাধারণ স্পষ্টতা প্রদান করে।

একবারের চার্জেই নোট ৬০ ফোনের ব্যাটারি চলবে ১.৮ দিন পর্যন্ত। ফলে চার্জ নিয়ে দুশ্চিন্তা এখন আর কোনো ব্যাপারই না। এমনকি, ১ হাজার চার্জিং সাইকেলের পরও, ফোনটি ব্যবহারকারীকে একই রকম পারফরম্যান্স প্রদান করবে। এছাড়াও, চোখের স্বাভাবিকত্ব বজায় রাখতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৯০ হার্টজ আই কমফোর্ট ডিসপ্লে। এটি চোখে ব্যথা অনুভব করতে না দিয়ে স্মার্টফোন ব্যবহারকারীকে দেবে একটি মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ফোনটির স্ক্রিনে ব্যবহার করা হয়েছে রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচার। এজন্য ভেজা হাতেও নির্বিঘ্নে ফোন ব্যবহার করতে পারবেন স্মার্টফোনপ্রেমীরা।

ডায়নামিক র‌্যাম এবং একটি এআই বুস্ট ইঞ্জিন নিজস্ব সমন্বিত পাওয়ার ব্যবহার করে ডিভাইসে দীর্ঘস্থায়ীভাবে নিরবচ্ছিন্নতা বজায় রাখার নিশ্চয়তা দেয়। ৪৮ মাস পর্যন্ত ব্যবহার করার পরও একই রকম পারফরম্যান্স পাবেন স্মার্টফোন ব্যবহারকারীরা।

দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে রিয়েলমি নোট ৬০: ৬৪জিবি রমের সঙ্গে রয়েছে ১২জিবি র‌্যাম (৪জিবি + ৮জিবি ডায়নামিক র‌্যাম) এবং ১২৮জিবি রমের সঙ্গে রয়েছে ১২জিবি র‌্যাম (৪জিবি + ৮জিবি ডায়নামিক র‌্যাম) যার বাজারমূল্য ধরা হয়েছে যথাক্রমে ১১,৯৯৯ টাকা এবং ১২,৯৯৯ টাকা।

অনলাইন প্ল্যাটফর্ম দারাজে শুরু হয়েছে রিয়েলমি নোট ৬০ স্মার্টফোনের ফ্ল্যাশ সেল, যেখানে ক্রেতারা সর্বোচ্চ ৫৫০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি, দারাজে রিভিউ দিয়ে গ্রাহকরা বিনামূল্যে রিয়েলমি নোট ৬০ পেতে পারেন। অফারের মধ্যে ফ্রি শিপিং, ব্র্যান্ডের ওয়ারেন্টি, এবং ০% ইএমআই সুবিধাও রয়েছে।

রিয়েলমি নোট ৬০ এবং ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জানতে, স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/  – এ ভিজিট করতে পারেন।