News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

জানা গেল রয়্যাল এনফিল্ড ৩৫০ সিসির চার ধরনের বাইকের দাম

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-10-21, 5:28pm

img_20241021_172531-b1f89c1647162c9e85238fcdc31d43b91729510103.jpg




দীর্ঘ এক বছর পর আজ দেশের বাজারে উন্মুক্ত হয়েছে প্রাচীনতম ব্রিটিশ টু-হুইলার ব্র্যান্ড ‘রয়্যাল এনফিল্ড’-এর ৩৫০ সিসির মোটরসাইকেল।
রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস জানিয়েছে, বাইকটি উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব ব্যবস্থাপনায় একটি সর্বাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে; যা বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম।

জানা গেছে, বিশ্ববাজারে রয়্যাল এনফিল্ডের চারটি মডেল আছে। বাংলাদেশি টাকায় রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ সিসির দাম পড়বে ৩ লাখ ৪০ হাজার টাকা। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ সিসির দাম পড়বে ৪ লাখ ৫ হাজার টাকা। রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ সিসির দাম পড়বে পড়বে ৪ লাখ ১০ হাজার টাকা। রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০-এর দাম পড়বে ৪ লাখ ৩৫ হাজার টাকা। আরিটিভি