News update
  • Election delay anti-democratic, against July-August spirit      |     
  • Bodies of 3 students recovered from two rivers in Rangpur     |     
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     

চমকপ্রদ ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-11-13, 2:36pm

rtewwerwe-d2e251ffd5f90d9a987b52f5f40b50f61731486965.jpg




জনপ্রিয়তার শীর্ষে আছে টেক জায়ান্ট মেটার মালিকাধীন হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়। তবে প্রতিদিন নানান চ্যাটের মধ্যে প্রয়োজনীয় বা প্রিয় চ্যাটগুলো খুঁজে পাওয়া যায় না। ফলে ব্যবহারকারীরা বিরক্তবোধ করেন। এবার সেই সমস্যা নিরসনে ‘কাস্টম লিস্ট’ নামে নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন বলা হয়েছে, কাস্টম লিস্ট নামে নতুন ফিচারের মাধ্যমে পরিবার, অফিস, বন্ধুদের নিয়ে তৈরি করা গ্রুপ নিজের পছন্দমতো সুসংগঠিত করা যাবে। এ ছাড়া লিস্টের নাম পরিবর্তন, সহজে ডিলিট এবং লিস্ট পুনরায় সাজানো যায়। এতে দ্রুত অ্যাক্সেস ও চ্যাট তালিকায় বিশৃঙ্খলা কমায়।

যেভাবে কাস্টম লিস্ট তৈরি এবং ফিচারটি ব্যবহার করবেন তা নিচে তুলে ধরা হলো-

- হোয়াটসঅ্যাপের ফিচারটি ব্যবহারের ও কাস্টম লিস্ট তৈরি করতে প্রথমে আপনার ডিভাইসের অ্যাপটি চালু করুন।

- এরপর চ্যাট লিস্টে যান। সেখানে উপরে ডান দিকে একটি ‘যোগ’ চিহ্ন দেখাবে। সেটিতে ক্লিক করলে অর্গাইনজ ইওর চ্যাট বলে একটি পপআপ - দেখাবে। সেখানে ক্লিক করুন।

- পরে ক্যাটাগরি দেখে (পরিবার, বন্ধু বা অফিসে) পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন। পরে যে চ্যাটটি আপনি লিস্টে যুক্ত করতে চান সেটির ওপর ট্যাপ করে ধরে রাখুন।

- এরপর ‘Add to List’ নির্বাচন করুন এবং প্রয়োজনীয় লিস্টটি বেছে নিন।

এখানে একাধিক চ্যাট একটি লিস্টে যুক্ত করা সম্ভব।

কাস্টম লিস্ট পরিচালনা করবেন যেভাবে

লিস্টের নাম পরিবর্তন- নাম পরিবর্তনের জন্য লিস্টের নামের ওপর দীর্ঘক্ষণ চাপ দিয়ে ধরে রাখুন এবং ‘Rename’ নির্বাচন করে নাম পরিবর্তন করতে পারবেন।

লিস্ট ডিলিট- কোনো কারণে লিস্ট ডিলিট করতে হলে লিস্টের নামের ওপর চেপে ধরে রাখলে কয়েকটি অপশন দেখাবে। সেখানে ডিলিট অপশন ক্লিক করে কাস্ট লিস্ট মুছে ফেলতে পারবেন।

লিস্ট পুনরায় সাজানো- কাস্ট লিস্ট পুনরায় সাজানো সম্ভব। এর জন্য ফিল্টার বার টেনে ধরে ওপর নিচে এনে নিজের পছন্দ অনুযায়ী সেট করতে পারবেন।

কাস্টম লিস্ট ব্যবহারের সুবিধা

লিস্ট সংগঠিত করা: চ্যাট লিস্ট সুসংগঠিত বা নিজের পছন্দ অনুযায়ী সেট করতে গ্রুপ আলাদা আলাদা করে রাখা যায়। এর ফলে চ্যাট পরিচালনা করা সহজ হয়ে ওঠে।

দ্রুত অ্যাক্সেস: প্রয়োজনে দ্রুত বা অল্প সময়ের মধ্যে গ্রুপে যোগাযোগ করতে এই ফিচারটি অবশ্যই গুরুত্বপূর্ণ।আরটিভি