News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

শাওমি নোট সিরিজে ৩ হাজার টাকা পর্যন্ত মূল্য হ্রাস

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-12-01, 9:04pm

img_20241201_210359-2626e62414b98fe22964091c5310dd491733065451.png




আসন্ন শীত উপলক্ষে শাওমি ফ্যানদের জন্য বিশেষ মূল্য হ্রাস ঘোষণা করেছে গ্লোবাল টেকনোলোজি জায়ান্ট শাওমি। উইন্টার সুপার মি ক্যাম্পেইনের অংশ হিসেবে, শাওমির বেস্ট-সেলিং দুটি স্মার্টফোন শাওমি রেডমি ১৩ এবং শাওমি রেডমি নোট ১৩—এখন পাওয়া যাবে আরও সাশ্রয়ী দামে। ফটোগ্রাফি, বিনোদন বা মাল্টিটাস্কিংয়ের জন্য যারা স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা খুঁজছেন, তাঁদের জন্য এই অফার হতে পারে বিশেষ উপহার। নতুন মূল্য ছাড়ে আরও বেশি বাজেট সুলভ হওয়ায় গ্রাহকরা এখন সহজেই ক্রয় করতে পারবেন উন্নত ফিচারসমৃদ্ধ এই ফোন।  

আগে শাওমি রেডমি ১৩ এর ৬/১২৮ ও ৮/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ছিলো যথাক্রমে ১৭ হাজার ৯৯৯ টাকা ও ১৯ হাজার ৯৯৯ টাকা। নতুন অফারে ১ হাজার টাকা করে কমে এই ফোনের ৬/১২৮ ভেরিয়েন্ট পাওয়া যাবে এখন ১৬ হাজার ৯৯৯ টাকায় ও ১৮ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে ৮/১২৮ জিবি ভেরিয়েন্টটি। অনুরূপভাবে শাওমি রেডমি নোট ১৩ এর ৬/১২৮ ও ৮/২৫৬ এর নিয়মিত দাম যথাক্রমে ২২ হাজার ৯৯৯ টাকা ও ২৫ হাজার ৯৯৯ টাকা। নতুন অফারে ২ হাজার টাকা করে কমে এই ফোনের ৬/১২৮ ভেরিয়েন্ট পাওয়া যাবে ২০ হাজার ৯৯৯ টাকায় এবং ৩ হাজার টাকা কমে ৮/১২৮ জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাবে ২২ হাজার ৯৯৯ টাকায়। 

স্টাইল ও পারফরম্যান্সের এক চমৎকার সমন্বয় শাওমি রেডমি ১৩। এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রো-গ্রেড মেইন ক্যামেরা, যা ৩ এক্স লসলেস জুম সাপোর্ট করে। ফোনটিতে ৬.৭৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডট ডিসপ্লে রয়েছে যা ৯০ হার্জ রিফ্রেশ রেটের স্মুথ অভিজ্ঞতা দেয়। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি-৯১ আল্ট্রা চিপসেট। র‍্যাম হিসেবে ৬ ও ৮ জিবির পাশাপাশি শক্তিশালী ৫ হাজার ৩০ এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জারের সমন্বয় ফোনটিকে মাল্টিটাস্কিং, গেমিং ও বিনোদনের জন্য একটি নির্ভরযোগ্য ডিভাইস হিসেবে গড়ে তুলেছে।

অন্যদিকে, মিড বাজেটে গ্রাহকদের ফ্ল্যাগশিপ লেভেলের অভিজ্ঞতা অফার করছে শাওমি রেডমি নোট ১৩। আকর্ষণীয় ফ্ল্যাট-এজ ডিজাইন এবং ১০৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ ফোনটিকে অন্যদের থেকে আলাদা করেছে। শাওমি রেডমি নোট ১৩-এ রয়েছে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া, পারফরম্যান্সের জন্য বহুল পরিচিত স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের পাশাপাশি সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যায় এই ফোন যা উচ্চ ক্ষমতার কাজের জন্য উপযুক্ত। ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ফোনটিকে আরও নির্ভরযোগ্য করে তুলেছে।

এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শীতের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য একটি চমকপ্রদ অফার নিয়ে এসেছে শাওমি বাংলাদেশ। সবচেয়ে জনপ্রিয় ডিভাইসগুলোর উপর আকর্ষণীয় মূল্য হ্রাসের মাধ্যমে গ্রাহকদের উষ্ণতার বার্তা পৌঁছে দিতে চাই আমরা। ফলে এই শীতে গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির সেরা স্মার্টফোন কেনার সুযোগ পাবেন। উদ্ভাবনী প্রযুক্তিকে সহজলভ্য ও সবার দোরগোড়ায় তা পৌঁছাতে শাওমি বাংলাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । এই মূল্য ছাড় আমাদের ভক্তদের জন্য উন্নত প্রযুক্তিকে আরও কাছাকাছি নিয়ে আসার একটি প্রচেষ্টা” 

রেডমি ১৩ এবং রেডমি নোট ১৩-এর নতুন মূল্য পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে। গ্রাহকরা বিশেষ এই অফারটি শাওমির সকল অনুমোদিত আউটলেট এবং রিটেইল স্টোর উপভোগ করতে পারবেন।