News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

সূর্যের কাছাকাছি পৌঁছে ইতিহাস সৃষ্টি নাসার

বিবিসি বিজ্ঞান ও প্রযুক্তি 2024-12-28, 7:39am

img_20241228_073326-dff7c53d6b63ce2e6e4d7298ab0f9d691735349956.jpg




সফলভাবে সূর্যের কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’। এর আগে সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি কোনো মহাকাশযান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয় নাসার মহাকাশযানটি। 

নাসা জানিয়েছে, ‘পার্কার সোলার প্রোব’ এর একটি ‘আলোক সংকেত’ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের লরেল শহরে অবস্থিত জনস হপকিনস অ্যাপ্লায়েড ফিজিকস ল্যাবরেটরিতে (এপিএল) এসে পৌঁছেছে। এখান থেকেই মহাকাশযান পরিচালনা করা হচ্ছে। সৌরপৃষ্ঠ থেকে ২৪ ডিসেম্বর যাত্রার পর থেকে মহাকাশযানটির সঙ্গে এপিএলের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এটির প্রোগ্রামই এমন করা ছিল, প্রোবটি যদি সফলভাবে সূর্যের কাছাকাছি প্রত্যাশিত স্থানে পৌঁছাতে পারে, তা হলে একটি আলোক সংকেত পাঠাবে। এই সংকেতের জন্যই নাসার বিজ্ঞানীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সংকেত পাঠানোর অর্থ হলো, মহাকাশযানটি নিরাপদ আছে এবং ঠিকভাবে কার্যক্রম চালাতে পারছে।

গত ২৪ ডিসেম্বর প্রোবটি সৌরপৃষ্ঠ থেকে ঘণ্টায় প্রায় ৪ লাখ ৩০ হাজার মাইল গতিতে সূর্যের দিকে ছুটতে শুরু করে। এর ফলে প্রোবটিকে সর্বোচ্চ ১ হাজার ৮০০ ফারেনহাইট বা ৯৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে। এসব প্রতিকূলতা পাড়ি দিয়ে অবশেষে তা শুক্রবার বেলা ১১টার দিকে সৌরপৃষ্ঠ থেকে প্রায় ৩৮ লাখ মাইল পথ পাড়ি দিয়ে সূর্যের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়।

বিজ্ঞানীরা আশা করছেন, আগামী ১ জানুয়ারি মহাকাশযানটি নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাবে। সূর্যের এতটা কাছাকাছি যাওয়ার ফলে এই নক্ষত্র সম্পর্কে নতুন তথ্য জানা যাবে। এসব তথ্য সূর্যের চারপাশের অতি উত্তপ্ত অঞ্চলকে বুঝতে এবং সৌরবায়ুর উৎস শনাক্ত করতে সহায়ক হবে।