News update
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     
  • Ultimate goal is to join ASEAN as full member, says Dr Yunus      |     
  • South Korea President Yoon Suk Yeol removed from office      |     

ইআরএফের সভাপতি মালা, সাধারণ সম্পাদক কাশেম

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-12-28, 7:32am

img_20241228_073027-b4732351f23f49bf2b800050f874cfbc1735349542.jpg




দেশের অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আকতার মালা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরেক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে নিজস্ব কার্যালয়ে সংগঠনটির দ্বিবার্ষিক সভা ও ২০২৫-২৬ সাল মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।

নির্বাচন পরিচালনা পর্ষদ জানা সূত্রে জানা গেছে, নির্বাচনে ইআরএফের ২১৪ ভোটারের মধ্যে ১৯৭ জন ভোট দিয়েছেন। দৌলত আকতার ১১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা পেয়েছেন ৮২ ভোট।

এছাড়া ১০১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের মো. আশরাফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মোহাম্মদ আজিজুল ইসলাম পেয়েছেন ৭৫ ভোট। আর সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান পেয়েছেন ৪৮ ভোট।

অন্যান্যের মধ্যে সহ সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাছির ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর হোসেন পেয়েছেন ৬৫ ভোট। অর্থ সম্পাদক পদে আমাদের অর্থনীতির মো. আমিনুল ইসলাম ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম নূর পেয়েছেন ৮১ ভোট। দপ্তর সম্পাদক পদে কোনো প্রার্থী ছিলেন না। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সকাল সন্ধ্যা ডট কমের শেখ সাফায়েত হোসেন।

এ ছাড়া চারটি সদস্য পদে নিউ এজের এ এস এম মঈনুল হক (নির্বাচনে সবচেয়ে বেশি ১২৭ ভোট পেয়েছেন তিনি), জাগো নিউজের ইব্রাহিম হোসেন (৯৭ ভোট), ফ্রিল্যান্স সাংবাদিক কায়েস মোহাম্মদ সোহেল (১০৭ ভোট) ও আজকালের খবরের মো. জাকির হোসেন (১০৬ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। আরটিভি।