News update
  • Eid Journey: No Traffic Jam on Dhaka-Chattogram Highway     |     
  • Myanmar quake toll passes 1,000 as rescuers dig for survivors     |     
  • 47m health workers, advocates for cleaner air to curb deaths     |     
  • Bangladesh Seeks 50-Year Water Management Plan from China     |     
  • Khaleda to Celebrate Eid with Family in London After 6-yr     |     

নতুন প্রজন্মের এআই প্রযুক্তি সমৃদ্ধ প্রিমিয়াম মেটাল ডিজাইনের স্মার্টফোন আনছে ইনফিনিক্স

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-03-24, 8:43pm

3eqeq-f791e077da48032b4288fa5bec486c631742827427.jpg




সদ্য অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫-এ স্মার্টফোন প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে বিশ্বের অন্যতম উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। এরই ধারাবাহিকতায় ব্র্যান্ডটি তাদের নতুন প্রজন্মের এআই সজ্জিত নোট ৫০ সিরিজ বিশ্বব্যাপী উন্মোচন করেছে, যা শিগগিরই বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে।

নোট ৫০ সিরিজের স্মার্টফোনগুলো ওয়ান-ট্যাপ ইনফিনিক্স এআই, আর্মারএলয় ম্যাটেরিয়ালস ও অল-রাউন্ড ফাস্টচার্জিং ৩.০-এর মতো অ্যাডভান্সড ফিচার দিয়ে তরুণ ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপ অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে যাচ্ছে।

শক্তিশালী এআই সিস্টেমকে ডিভাইস ইকোসিস্টেমের সাথে একীভূত করে ইনফিনিক্স নোট ৫০ সিরিজ প্রযুক্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। ফলে ব্যবহারকারীরা এআই-সক্ষম ফ্লোএক্স অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে নির্বিঘ্ন মাল্টিটাস্কিং, ভয়েস কন্ট্রোল, রিয়েল-টাইম টেক্সট ট্রান্সলেশন ও অন-স্ক্রিন কনটেন্ট রিকগনিশনের সুবিধা উপভোগ করতে পারবেন। কাজ, বিনোদন বা কনটেন্ট ক্রিয়েশনের জন্য ইনফিনিক্স এআই সিস্টেম একটি স্মার্ট ও ইন্টুইটিভ অভিজ্ঞতা নিশ্চিত করবে।

প্রথমবারের মতো, নোট ৫০ সিরিজে দামাস্কাস স্টিল ও অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে আর্মারএলয়-এর ট্রু-মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিগত অগ্রগতি ফোনকে টেকসই করার পাশাপাশি ৪.৫ জি ওপেন-এয়ার নেটওয়ার্ক স্ট্রাকচার এর মাধ্যমে আরও উন্নত নেটওয়ার্ক সংযোগও নিশ্চিত করবে, যা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে কার্যকরী হবে।

গ্লোবাল লঞ্চের পর নোট ৫০ সিরিজ এখন বাংলাদেশের বাজারে আসতে প্রস্তুত। নতুন এই নোট সিরিজ এআই-চালিত উদ্ভাবন, প্রিমিয়াম ডিজাইন ও ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে স্থানীয় গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে।