News update
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     

দেশে শাওমির রেডমি ১৫ উন্মোচন

দীর্ঘস্থায়ী ব্যাটারির পাশাপাশি মিলবে দুর্দান্ত পারফরম্যান্স

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-09-21, 5:53pm

img_20250921_175047-e6fd39357c95429c2d4fbf2e6ee56a7c1758455619.jpg




দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশে নিয়ে এলো ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন শাওমি রেডমি ১৫।

‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের এ স্মার্টফোনটিতে দুর্দান্ত ব্যাটারির পাশাপাশি রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। এছাড়াও স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ রিফ্রেশ রেটের সমন্বয়ে অসাধারণ পার্ফরম্যান্স নিশ্চিত করায় টেকপ্রেমীদের নজর কাড়ছে স্মার্টফোনটি। 

শাওমির রেডমি ১৫ স্মার্টফোনে থাকা ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের আকর্ষণীয় ব্যাটারি দেশীয় স্মার্টফোন বাজারে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির মধ্যে অন্যতম। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার এই স্মার্টফোনটি একবার ফুল চার্জ দিয়ে টানা দুইদিন পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এছাড়াও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় স্মার্টফোনটি পাওয়ারব্যাংক হিসেবে কাজ করবে, যা দিয়ে অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে। ফলে দূরযাত্রায় ট্র্যাভেলপ্রেমীদের উপযুক্ত সঙ্গী হতে পারে ডিভাইসটি।

স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম স্ন্যাপড্রাগন প্রসেসর, যা ফোনটির এফিশিয়েন্সি বাড়িয়ে তুলে নিত্যদিনের ব্যবহারে গ্রাহককে দেবে আরও স্মুথ ও ফাস্ট পারফরম্যান্স। এছাড়া উন্নত মানের চিপসেট ব্যবহার করায় ব্যাটারি সাশ্রয়ী এ ফোনটি তুলনামূলক কম গরম হয়। 

ডিভাইসটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর বিশাল সাইজের ডিসপ্লে ও দুর্দান্ত রিফ্রেশ রেট। যেকোনো ভিডিও কনটেন্ট দেখা থেকে শুরু করে অন্যান্য কনটেন্ট ও এন্ড্রয়েড গেম অত্যন্ত ক্লিয়ার ও স্মুদ ভিজ্যুয়ালে উপভোগ করতে স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চি সাইজের ফুল এইচডি ডিসপ্লে, সাথে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট; যা  শাওমি ফ্যানদের কাছে স্মার্টফোনটিকে ভীষণ আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া ডিভাইসটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ফলে সূর্যের আলোতে বা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বাড়ানো-কমানোর মাধ্যমে গ্রাহকের চোখের সুরক্ষাতেও ভূমিকা রাখবে ডিভাইসটি। 

স্মার্টফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। যা দিয়ে দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও অনায়াসে স্পষ্ট ও পরিষ্কার সব ছবি তোলা যাবে। এছাড়া ডিভাইসটির ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমেও গ্রাহক পাবেন চমৎকার সেলফি অভিজ্ঞতা। 

গ্রাহকের প্রাইভেসির কথা চিন্তা করে ডিভাইসটিতে দেওয়া হয়েছে এআই ফেস লক ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। ফলে সুরক্ষিতভাবে দ্রুততম সময়ে সহজেই ফোনটি আনলক করতে পারবেন গ্রাহক। এছাড়া ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৪ রেটিং, যা স্মার্টফোনটিকে পানির ছিঁটেফোটা ও ধুলাবালি থেকে দেবে বাড়তি সুরক্ষা। ফলে হালকা বৃষ্টি বা যেকোনো আবহাওয়ায় ডিভাইসটি হতে পারে গ্রাহকের নিশ্চিন্ত সঙ্গী। 

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, “আমরা রেডমি ১৫ লঞ্চ করেছি, বৃহৎ ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের লং-লাস্টিং ব্যাটারি এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি অসাধারণ সমন্বয়ে। আমরা বিশ্বাস করি, এই স্মার্টফোন হবে তাদের নির্ভরযোগ্য সঙ্গী যারা চান নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এবং এক চার্জেই দীর্ঘস্থায়ী পারফরম্যান্স” ।

কোয়াড কার্ভড ডিজাইনের হওয়ায় ডিভাইসটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি দারুণ হ্যান্ডি। স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাক- এ ৩ টি আকর্ষণীয় কালারে দুটি ভ্যারিয়েন্টে দেশের সকল শাওমির অফিশিয়াল স্টোরে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। 

১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৭,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকা।