News update
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-09-29, 8:36am

img_20250929_083430-a2b9863db1c17fe43df21be3d4f5c5521759113395.jpg




পাসপোর্ট হাতে বিমানের পথে নতুন অ্যাডভেঞ্চারের দিকে এগোচ্ছেন, বা সূর্যাস্তের সময় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বা সমুদ্রের ধারে বন্ধুদের সাথে হাসিখুশি মুহূর্ত কাটাচ্ছেন- এমন অ্যাডভেঞ্চার অথবা ভ্রমণের প্রতিটি স্মৃতি ধরে রাখতে প্রস্তুত ভিভো ভি৬০ লাইট।

পোর্ট্রেট ফটোগ্রাফিতে এক অনন্য পরিচিতি গড়ে তুলেছে ভিভোর ভি সিরিজ। এবার ভি৬০ লাইট সেই অভিজ্ঞতাকেই নিয়ে যাবে এক অন্য পর্যায়ে। এর দারুণ পোর্ট্রেট ক্যামেরা, এআই অরা লাইট প্রযুক্তি এবং এআই ফোর-সিজন পোর্ট্রেট ফিচার প্রতিটি ছবিতে নিয়ে আসবে এক জীবন্ত প্রাণ। এছাড়াও, এর আধুনিক ও হালকা ডিজাইন সহজেই ফিট হয়ে যাবে ট্রাভেল ব্যাগে। ভ্রমণের জন্য ভিভো ভি৬০ লাইট হবে একেবারে পারফেক্ট! 

ভিভোর এআই অরা লাইট টেকনোলজি এবার আসছে আরও উন্নত রূপে। নতুন এই অরা লাইট পোর্ট্রেট ৩.০ প্রযুক্তি দিবে আগের চেয়েও অনেক বেশি উজ্জ্বল আলো। তবে নরম ও প্রাকৃতিক হওয়ায় এই আলো ছবিতে যোগ করবে আরও গভীরতা ও প্রাণ। একইসাথে, ভিভোর প্রফেশনাল এআই ইমেজ স্টুডিও প্রতিটি মুহূর্তের গল্প ফুটিয়ে তুলবে আরও জীবন্ত করে। বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চার, রাতের খাবারের টেবিলে আড্ডা, বা নিয়ন আলোর নিচে রাস্তায় হাঁটা— সকল পরিস্থিতিতেই ক্যাপচার করবে দুর্দান্ত ছবি। ভ্রমণের সময় আলাদা করে এডিটিং-এর ঝামেলা না থাকায় চটজলদি শেয়ার করা যাবে সবার সাথে।    

এছাড়াও, ভি৬০ লাইটে থাকবে এআই ফোর-সিজন পোর্ট্রেট ফিচার। যা, মুহূর্তেই বাস্তব দৃশ্যে জুড়ে দিবে বিভিন্ন ঋতুর জাদু। শরতের রঙিন পাতা, শীতের রহস্যময় কুয়াশা, বসন্তের সতেজ ফুল, কিংবা গ্রীষ্মের উজ্জ্বল আকাশ যেকোনো ঋতুর আবহেই সাজানো যাবে নিজের পছন্দের ছবিটি। কোনো জনপ্রিয় স্থানে, ভিড়ের মধ্যেও এখন ছবি তোলা যাবে আরও নিশ্চিন্তে। কেননা এআই ইরেজ ৩.০ অপ্রয়োজনীয় জিনিস বা লোকজন সরিয়ে দিবে এক টাচেই। এতে ছবি হবে একেবারে পেশাদার মানের।

দুর্দান্ত ক্যামেরার পাশাপাশি, ভি৬০ লাইট এর ডিজাইন থাকবে একদম ভ্রমণ উপযোগী। মাত্র ৭.৫৯ মিমি পুরুত্বের এই ফোনে ক্যামেরা মডিউলকে করা হয়েছে আরও মিনিমালিস্টিক। এর স্লিম ফ্ল্যাট স্ক্রিন ডিজাইনে যোগ করবে ফ্ল্যাগশিপ লুক। ভ্রমণের সময় বহন করা যেমন সহজ তেমনই স্টাইলে যোগ হবে নতুন মাত্রা। কেননা, দুটি চমৎকার রঙ টাইটানিয়াম ব্লু এবং এলিগেন্ট ব্ল্যাকে আসছে ভিভো ভি৬০ লাইট।  আর্কটিক হিমবাহ থেকে অনুপ্রাণিত টাইটানিয়াম ব্লু রঙটি  দেখতে যেমন সুন্দর ও শান্ত, তেমনি ফুটিয়ে তুলবে আত্মবিশ্বাসকে। অন্যদিকে, এলিগেন্ট ব্ল্যাক দিবে একটি বোল্ড ও প্রিমিয়াম লুক। 

প্রো-গ্রেড ছবি, স্মার্ট এআই এবং দারুণ ডিজাইনের মেলবন্ধনে ভিভো ভি৬০ লাইট হতে যাচ্ছে ভ্রমণের সেরা সঙ্গী।