News update
  • Bangladesh Bank Buys $115 Million to Support Forex Market     |     
  • Tarique Rahman, Daughter Zaima Added to Voter List     |     
  • NCP and LDP Join Jamaat-Led Eight-Party Alliance     |     
  • Tarique Rahman’s gratitude to people for welcoming him on his return     |     
  • Attorney General Md Asaduzzaman resigns to contest election     |     

হোয়াটসঅ্যাপের আকর্ষণীয় ৬ সুবিধা

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-10-30, 7:40am

img_20251030_073542-e91c8182bf2ee7700a2ee0d79301fcab1761788438.jpg




তাৎক্ষণিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ। বার্তা পাঠানো থেকে শুরু করে ভয়েস ও ভিডিও কলসবকিছুই মুহূর্তের মধ্যে করা যায় এই অ্যাপের মাধ্যমে। তবে অনেক ব্যবহারকারী এখনো জানেন না হোয়াটসঅ্যাপের কিছু দারুণ ফিচারের কথা, যা ব্যবহার করলে যোগাযোগ আরও সহজ ও কার্যকর হয়ে ওঠে।

জেনে নিন এমনই ছয়টি আকর্ষণীয় সুবিধাঃ

১. গ্রুপ চ্যাটে জরিপ করার সুবিধা

কোনো বিষয়ে দলগত সিদ্ধান্ত নিতে বা বন্ধুদের মতামত জানতে এখন গ্রুপ চ্যাটেই জরিপ বা পোল তৈরি করা যায়।

পদ্ধতি: গ্রুপ চ্যাট খুলে নিচের ডান পাশে থাকা পেপার ক্লিপ আইকন চাপুন → Poll নির্বাচন করুন → প্রশ্ন ও উত্তর অপশন লিখে Send দিন। এরপর অংশগ্রহণকারীরা ভোট দিলে ফলাফল দেখা যাবে View Votes অপশনে।

২. নির্দিষ্ট তারিখ অনুযায়ী বার্তা খোঁজা

পুরোনো কোনো বার্তা খুঁজে পেতে এখন আর পুরো চ্যাট ঘাঁটতে হয় না। নির্দিষ্ট তারিখ দিয়েই তা পাওয়া সম্ভব।

পদ্ধতি: চ্যাট খুলে ওপরের ডান পাশে থাকা থ্রি ডট মেনু থেকে Search নির্বাচন করুন → ক্যালেন্ডার আইকনে ট্যাপ করে পছন্দের তারিখ বেছে নিন।

৩. লেখার ফরম্যাট পরিবর্তন

বার্তার গুরুত্ব বোঝাতে হোয়াটসঅ্যাপে টেক্সট ফরম্যাটিং ব্যবহার করা যায়।

Bold: লেখার আগে ও পরে * (স্টার) দিন

Italic: লেখার আগে ও পরে _ (আন্ডারস্কোর) দিন

Strikethrough: লেখার আগে ও পরে ~ (টিল্ডা) দিন

এর ফলে বার্তাগুলো আরও স্পষ্ট ও আকর্ষণীয় দেখায়।

৪. নিজেকে বার্তা পাঠানোর সুবিধা

নিজের নম্বরে বার্তা পাঠানো যায়, যা নোট, লিংক বা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের জন্য কার্যকর। এটি হোয়াটসঅ্যাপকে একধরনের ব্যক্তিগত নোটপ্যাডে রূপ দেয়।

পদ্ধতি: সার্চ বক্সে নিজের নাম্বার টাইপ করে চ্যাট খুলে বার্তা পাঠিয়ে দিন।

৫. ফোন নম্বর ছাড়াই ব্যবহার

অস্থায়ী সিম দিয়ে হোয়াটসঅ্যাপ ওয়েবে লগইন করলে পরবর্তীতে সেই সিমটি সরিয়ে ফেললেও হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যায়। এটি বিশেষ করে যাঁরা নিরাপত্তা বা গোপনীয়তা রক্ষা করতে চান, তাঁদের জন্য উপকারী।

৬. কাস্টম নোটিফিকেশন

প্রিয়জন বা গুরুত্বপূর্ণ কনটাক্টের জন্য আলাদা রিংটোন সেট করতে পারেন হোয়াটসঅ্যাপেই।

পদ্ধতি: নির্দিষ্ট চ্যাটে গিয়ে ইউজারের নাম চাপুন → Notifications নির্বাচন করুন → পছন্দমতো টোন নির্ধারণ করুন।

ফলে ফোন হাতে না নিয়েও বোঝা যাবে, কে বার্তা পাঠিয়েছে।

হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন ফিচার যোগ করছে, যা শুধু যোগাযোগ নয়, ব্যবহারকারীর নিরাপত্তা ও ব্যক্তিগত সুবিধাও বাড়াচ্ছে। তাই অ্যাপটি আপডেট রাখলে প্রতিদিনের যোগাযোগ আরও স্মার্ট ও সহজ হয়ে উঠবে।