News update
  • UN Launches $33 Billion Appeal to Aid 135 Million People     |     
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     

মোবাইল চার্জ করার সঠিক ৫নিয়ম

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-11-10, 3:25pm

546t45643543-718bfeeac9a35cb7303c445e64f6823e1762766706.jpg




বর্তমান যুগে আমাদের জীবন সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোন ছাড়া অচল। সারাদিনই স্ক্রিনে চোখ রাখা এবং রাতে চার্জে বসিয়ে রাখা এই রুটিনের কারণে ফোনের ব্যাটারির ওপর চাপ কিন্তু কম নয়। তবে আপনি কি জানেন, মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম মেনে চললে আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে? দুঃখজনক হলেও সত্যি যে, বেশিরভাগ ব্যবহারকারীই এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো জানেন না, যার ফলে অল্প দিনের মধ্যেই ফোনের ব্যাটারিতে সমস্যা দেখা দেয় এবং ব্যবহারকারীরাও বিপাকে পড়েন।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে চার্জ না দিলে ব্যাটারি দ্রুত খারাপ হয়ে যায় এবং ফোনের আয়ু কমে যায়। দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের জন্য নিচে মোবাইল চার্জ দেওয়ার সঠিক ৫টি নিয়ম তুলে ধরা হলো:

দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য ৫টি কার্যকর টিপস

১. চার্জের রেঞ্জ বজায় রাখুন (৫০%-৯০%): মোবাইল চার্জ করার আদর্শ নিয়ম হলো ব্যাটারিতে সবসময় ৫০ শতাংশ থেকে ৯০ শতাংশের মধ্যে চার্জ ধরে রাখা। চার্জের পরিমাণ ৫০ শতাংশের নিচে নেমে গেলেই চার্জে বসানো উচিত।

২. 'ফুল চার্জ' এড়িয়ে চলুন (৯০%-৯৫%): অনেকেই ফোন ১০০% চার্জ দেন বা সারা রাত চার্জে বসিয়ে রাখেন। বিশেষজ্ঞদের মতে, এটি করা ব্যাটারির জন্য ক্ষতিকর। ৯০-৯৫ শতাংশ চার্জ হয়ে গেলেই চার্জার খুলে দেওয়া ভালো। ৯০ শতাংশ চার্জ হয়ে গেলেই চার্জার খুলে দিন।

৩. অতি-ডিসচার্জ থেকে বিরত থাকুন: ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নামার আগেই অবশ্যই ফোন চার্জে দিতে হবে। চার্জের পরিমাণ ২০ শতাংশের থেকে কমতে দেওয়া উচিত নয়।

৪. চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার নয়: ফোন চার্জে থাকা অবস্থায় তা ব্যবহার করা থেকে বিরত থাকুন। চার্জ করার সময় ব্যবহার করলে ফোন অতিরিক্ত গরম হয়, যা ব্যাটারির স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি ব্যাটারির দীর্ঘমেয়াদী ক্ষতি করে।

৫.অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ রাখুন: অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে প্রায় সব সময়ই কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাপস কাজ করতে থাকে, যা আপনার অজান্তেই ফোনের চার্জ শেষ করে দেয়। তাই যে অ্যাপসগুলো আপনার এই মুহূর্তে প্রয়োজন নেই, সেগুলো বন্ধ বা আনইনস্টল করে দিন। এতে অযথা চার্জ শেষ হওয়া বন্ধ হবে এবং ব্যাটারির ওপর চাপ কমবে।

সঠিক নিয়ম মেনে মোবাইল চার্জ দিলে আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে, আর ব্যাটারি ভালো থাকলে ফোনও দীর্ঘদিন আপনাকে পরিষেবা দেবে। তাই আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলুন।